সূত্রের খবর, মিষ্টির দোকানের মালিক দোকানের ড্রয়ারে প্রায় ৪০ হাজার টাকা রেখে দিয়েছিলেন। ওই টাকা কাউকে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ড্রয়ার খুলে তিনি দেখেন, টাকাগুলি আর সেখানে নেই। প্রথমে দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলেও টাকার কোনও হদিস মেলেনি। এরপর দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক আড়াইটে নাগাদ এক দুষ্কৃতী দোকানের ছাদ বেয়ে ভিতরে প্রবেশ করে। এরপর সে সোজা ড্রয়ারের দিকে গিয়ে টাকা নিয়ে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায়। গোটা ঘটনা কয়েক মিনিটের মধ্যেই ঘটে বলে জানা গিয়েছে। চোরের গতিবিধি ও পোশাক স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়েছে।
আরও পড়ুনঃ IND vs NZ: ওডিআই দল থেকে বাদ পন্থ! কে পাচ্ছে জায়গা? লড়াইয়ে একাধিক তারকা
ঘটনার পরেই দোকান মালিক শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বছরের শুরুতেই এই ধরনের চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ। পুলিশের টহলদারি আরও জোরদার করার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।





