TRENDING:

Man Kills son: ফল কাটায় দেরি হওয়ায় স্ত্রীর উপর চড়াও, পাশে শুয়ে থাকা শিশুর গলায় ভুল করে হাঁসুয়ার কোপ, মর্মান্তিক পরিণতি!

Last Updated:

বাড়ি ঢুকে স্ত্রীকে ফল কাটতে বলেন। সে সেই সময় তাঁর স্ত্রী ছেলেকে খাওয়াচ্ছিলেন। ফল দিতে দেরি হওয়ায় অভিযুক্ত ব্যক্তি পাশে পড়ে থাকা হাঁসুয়ার কোপ চালিয়ে দেন স্ত্রীর উপর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: বাবার হাতে সন্তান খুনের অভিযোগ! পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত বরেয়া কমলাপুর এলাকায় মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর কোপ চালাতে গিয়ে পাশে শুয়ে থাকা শিশুর গলায় কোপ লেগে মৃত্যু সন্তানের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শিশুর মা-ও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্তানকে হত্যা বাবার!
সন্তানকে হত্যা বাবার!
advertisement

শনিবার বিকেলের ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্ত দেবাশিস রায়কে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলিশ। মৃত ওই শিশুর নাম রকি রায়। বয়স ৪ বছর। দিনে দুপুরে এই ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। তাঁরা বলছেন, মদের নেশায় হিতাহিত জ্ঞানশূন্য হয়েই এই মারাত্মক কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন: ‘গভীর ষড়যন্ত্র’, ৭ দিনের প্রশিক্ষণে লুকিয়ে ৯ হাজার ট্রেনি পুলিশ নিয়োগ! শুভেন্দুর চিঠিতে ‘বিস্ফোরণ’

পরিবার সূত্রে এবং স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অত্যাচার চালাতেন অভিযুক্ত ব্যক্তি। শনিবার বাড়ি ঢুকে নিজের স্ত্রী আলপনা রায়কে ফল কাটতে বলেন। সে সেই সময় তাঁর স্ত্রী ছেলেকে খাওয়াচ্ছিলেন। ফল দিতে দেরি হওয়ায় অভিযুক্ত ব্যক্তি পাশে পড়ে থাকা হাঁসুয়ার কোপ চালিয়ে দেন স্ত্রীর উপর। স্ত্রীর চোখ থেকে মুখের একটি অংশ ঝুলে যায়। পাশে শুয়ে থাকা ছেলের গলায় কোপ লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। তড়িঘড়ি মা ও শিশুকে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। স্ত্রীর নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে তদন্তে এসে রক্তমাখা ওই ধারালো অস্ত্রটিকে উদ্ধার করেছে পূর্বস্থলী থানার পুলিশ। অভিযুক্তকেও গ্রেফতার করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। একজন বাবা কীভাবে নিজের সন্তানকে খুন করতে পারেন, তা বুঝে উঠতে পারছেন না আত্মীয় পরিজনরাও। তাঁরা বলছেন, দেবাশিস মদ্যপান করে বাড়ি ফিরে সংসারে অশান্তি করতেন, এমনটা শুনেছেন অনেকেই। এজন্য তাঁকে বোঝানোরও চেষ্টা হয়েছে। তার পর এমন মারাত্মক মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, ভাবা যাচ্ছে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Man Kills son: ফল কাটায় দেরি হওয়ায় স্ত্রীর উপর চড়াও, পাশে শুয়ে থাকা শিশুর গলায় ভুল করে হাঁসুয়ার কোপ, মর্মান্তিক পরিণতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল