TRENDING:

দুর্গাপুরে অভিজাত এলাকায় মধুচক্রে পুলিশের হানা, গ্রেফতার ৪ মহিলা

Last Updated:

দুর্গাপুরের বিধাননগরে মধুচক্রে হানা দিয়ে ৪ মহিলাকে গ্রেফতার করল নিউ টাউনসিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: দুর্গাপুরের বিধাননগরে মধুচক্রে হানা দিয়ে ৪ মহিলাকে গ্রেফতার করল নিউ টাউনসিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ । বৃহস্পতিবার রাতে বিধাননগরের একটি বাড়িতে গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ ।
advertisement

কয়েকজন পুরুষ ও ৪ জন মহিলা সেই সময় ওই বাড়িতে উপস্থিত ছিল । পুরুষেরা পালিয়ে যেতে সফল হলেও মহিলারা ধরা পড়ে যায় । ধৃত মহিলাদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।

ঘটনাস্থলের দুটো বাড়ি পরেই বিধাননগর রেসিডেন্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় সাঁইয়ের বাড়ি । হৃদয়বাবু জানান,‘দীর্ঘদিন ধরেই এলাকার মহিলারা অভিযোগ জানাচ্ছিলেন । বাড়িতে গানবাজনার স্কুল আছে, প্রচুর ছাত্র-ছাত্রী আসে । ফলে অস্বস্তিতে থাকতে হত, পুলিশকে জানান হয়েছিল ।’

advertisement

তিনি আরও জানান , ‘ ওই বাড়ির মালিক দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী, ইস্পাত কলোনিতে থাকেন । বছরখানেক আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ২ জন বাড়ির একতলা ভাড়া নেয় । এলাকাবাসীদের অভিযোগ সম্পর্কে বাড়ির মালিককে ওয়াকিবহালও করা হয়েছিল । নীচের তলার ৩/৪ টে রুম মধুচক্র চালানর কাজে ব্যবহার হত ।’

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সন্ধ্যে হলেই এই বাড়ির সামনে প্রতিদিন বিভিন্ন দামী গাড়ীর ভিড় লেগে থাকত । গতকালও বেশ কয়েকটি গাড়ী ছিল । পুলিশ হানা দেওয়ার মুহুর্তে তারা সবাই পালিয়ে যায় ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরে অভিজাত এলাকায় মধুচক্রে পুলিশের হানা, গ্রেফতার ৪ মহিলা