যদিও পুরশুড়া থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বাড়ির পাশেই ভাড়া থাকে বেশ কিছু মুর্শিদাবাদ থেকে আসা রাজ মিস্ত্রি ও ফেরিওয়ালা। অভিযোগ, রাত হলেই বাড়ির পাশেই চলে ভাড়াটিয়াদের জুয়ার ঠেক ও মদের আসর। সন্ধ্যা নামার পর প্রতিদিন একই ভাবে ভাড়াটিয়াদের অসামাজিক কাজে তিতিবিরক্ত প্রতিবেশীরা। শনিবার রাতে একই অবস্থা দেখে আর চুপ থাকতে পারেননি সঞ্জয় সাধুখাঁ। তিনি প্রতিবাদ করেন এই অসামাজিক কাজের।
advertisement
অভিযোগ, তখনই ১০-১২ জন, বাঁশ-লাঠি দিয়ে চড়াও হয় সঞ্জয় সাধুখাঁর উপর। বাঁশের আঘাতে ফেটে যায় মাথা। ছাড়াতে গেলে স্ত্রী, মেয়ে ও ছেলেকেও বেধড়ক মারধর করে। ঘটনায়, চার জনই আহত হয়। তবে তাদের মধ্যে সঞ্জয় সাধুখাঁ ও স্ত্রী টুম্পা সাধুখাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সঞ্জয়বাবুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কোলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
যদিও এই ঘটনায় পুরশুড়া থানার পুলিশ রাতেই দুজনকে গ্রেফতার করেছে।