লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু হয়েছে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। অফিস টাইমে এই ঘটনা ঘটায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পেরিয়ে যান রেল যাত্রীরা।
আরও পড়ুনঃ ঘুম ঘুম ভাব, ক্লান্তি পিছু ছাড়ে না! এই কয়েকটি খাবারেই কেল্লাফতে, মিলবে তেজি ঘোড়ার এনার্জি
advertisement
হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কিছু আগে বাঙ্গাল বাবু সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কাজ চলছে জোরকদমে।
তবে রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। কারণ ডাউন লাইনের পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া যাবে বলে আশাপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।