পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গড়বেতা থানার পুলিশ অবশ্য গ্রেফতার করেছে। নিগৃহীত শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছে গড়বেতা হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এই বিষয় নিয়ে গরবেতা ১ নম্বর ব্লকের বিডিও বলেন, ''অত্যন্ত নিন্দাজনক ঘটনা। অভিযোগ পেয়েছি। পুলিশকে জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।''
advertisement
আরও পড়ুন: বিধানসভায় শেষ মুকুল রায়ের বিধায়ক পদের শুনানি, এবার যা হতে চলেছে...
আরও পড়ুন: নিজস্ব ভ্যানেই যাবতীয় কারবার, ১২৯ সন্তানের বাবা এই প্রাক্তন স্কুলশিক্ষক! রহস্যটা কী?
স্থানীয়দের কয়েক জনের অভিযোগ, ওই শিশুগুলিকে যখন মারধর করা হচ্ছিল, তখন বাকিরা পাশে দাঁড়িয়ে আরও উৎসাহ দিচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তিকে। এক মহিলা বাধা দিতে গেলেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। শিশুগুলি যখন বেধড়ক মারের কারণে কাঁদছে, তখন মারের মাত্রা আরও বাড়াচ্ছিলেন ওই ব্যক্তি। তবে, শেষমেশ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
----শোভন দাস