TRENDING:

Nadia News: 'বাক্স খুলেই দেখেন সব তছনছ...!' ৩৫০ বছরের পুরনো এই শিবলিঙ্গ কী করেছিল সেই রাতে? জানলে গায়ে কাটা দেবে

Last Updated:

Nadia News: বাক্সে রাখা বিভিন্ন বাসনপত্র শিবলিঙ্গের নৃত্যের ফলে ভেঙে তছনছ হয়ে যায়। তখন সেই বাড়ির পুরুষেরা বাক্স খুলে দেখেন কিছুই নেই। ঠিক ওই দিন রাত্রি বেলা স্বপ্নাদেশ পান । ওই শিবলিঙ্গ তাদেরকে আদেশ দিচ্ছেন, তিনি কাশি থেকে এই জায়গায় এসেছেন। গাজনে যাতে তার পুজো হয় সেই ব্যবস্থা করতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টুঙ্গী: গাজন মানে শিবের পুজো। বাংলার বিভিন্ন জায়গায় গাজন ও চড়ক উৎসব পালন করা হচ্ছে। ঠিক তেমনই মাজদিয়ার টুঙ্গী গাজন তলার আনুমানিক প্রায় ৩৫০ বছরের পুরনো বুড়ো শিবের রয়েছে এক অদ্ভুত কাহিনী। এছাড়াও পুরুষদের পাশাপাশি এখানে সন্ন্যাসী হন মহিলারাও।
advertisement

গ্রামের মানুষদের থেকে জানা যায়, বর্তমান সিতাংশু বিশ্বাসদের সপ্তম পুরুষ তাদেরই এক মহিলা কাশি বিশ্বনাথের গঙ্গায় স্নান করতে গিয়ে এই শিবলিঙ্গটি পান। সেখান থেকে শিবলিঙ্গটি নিয়ে এসে বাড়িতে একটি বাক্সের মধ্যে রেখে দেন। এক সময় মাজদিয়া টুঙ্গী গাজনে পুজা হত পাটবানের। সেই সময়ে যখন সন্ন্যাসীরা ঢাক বাজাতে বাজাতে তার বাড়ির সামনে দিয়ে যায় জানা যায়, সেই বাক্সের মধ্যে থাকা ওই শিবলিঙ্গটি নৃত্য করতে শুরু করে।

advertisement

আরও পড়ুন-পায়ের বুড়ো আঙুলের থেকে কি দ্বিতীয় আঙুলটি বেশি লম্বা? সৎ না অসৎ! মানুষ হিসেবে কেমন এরা? পা দেখেই জানুন চরিত্র

ওই বাক্সে রাখা বিভিন্ন বাসনপত্র শিবলিঙ্গের নৃত্যের ফলে ভেঙে তছনছ হয়ে যায়। তখন সেই বাড়ির পুরুষেরা বাক্স খুলে দেখেন কিছুই নেই। ঠিক ওই দিন রাত্রি বেলা স্বপ্নাদেশ পান । ওই শিবলিঙ্গ তাদেরকে আদেশ দিচ্ছেন, তিনি কাশি থেকে এই জায়গায় এসেছেন। গাজনে যাতে তার পুজো হয় সেই ব্যবস্থা করতে। এবং পাশাপাশি তার নিত্য সেবার ব্যবস্থাও করতে।

advertisement

আরও পড়ুন-৩০ বছর পর নববর্ষে দুর্লভ রাজযোগ…! সূর্য-শনির বিরল সংযোগে ভয়ঙ্কর দুঃসময় ৫ রাশির, টাকা-পয়সার টানাটানি, কাঙাল করে ছাড়বে

সেই সময় রাজত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্রের। এবং সেই থেকেই টুঙ্গী গাজনের শিবের নিত্য পুজো হয়। এই চৈত্র মাসেই তিনি গাজনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। এরপর হয় নীলের পুজো৷ এদিন বিশেষ সন্ন্যাসীদের কাটা খেলা, খাড়া খেলা, এবং আগুনে ফুল খেলা হয়। এই গাজন দেখতে ভিড় করেন টুঙ্গী গ্রাম ছাড়াও আশেপাশের একাধিক গ্রামের মানুষেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: 'বাক্স খুলেই দেখেন সব তছনছ...!' ৩৫০ বছরের পুরনো এই শিবলিঙ্গ কী করেছিল সেই রাতে? জানলে গায়ে কাটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল