টোটো চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল ছাতনা পুলিশ। বৃহস্পতিবার সকালে (১৬.১০.২০২৫) ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ঝুঞ্জকা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত তিনটি গ্রাম থেকে মোট ৩টি টোটো চুরির অভিযোগ জমা পড়ে। ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই তদন্তে উঠে আসা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং মোট ৩টি চুরি যাওয়া টোটোসহ ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়।
advertisement
অভিযুক্ত মনিরুল শেখ ও শেখ শফিউল টোটো চুরি কাণ্ডে ধৃত এই দুজনকে শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে পাঠাল ছাতনা থানা পুলিশ। এই টোটো চুরি কাণ্ডে আর কেউ যুক্ত রয়েছে কিনা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ছাতনা থানা পুলিশ। ছাতনা পুলিশের এই সাফল্য জেলা একটি আলোড়ন তৈরি করেছে।
আরও পড়ুন- পাল্টে যাবে রাজ্যের ‘এই’ মেডিক্যাল কলেজ হাসপাতালের চেহারা! একগুচ্ছ উদ্যোগ পৌরসভার
তার কারণ সামাজিক মাধ্যমে এই টোটো চুরির ঘটনা বেশ ভাইরাল হয়েছিল। উৎসবের মরশুমে এমন ঘটনা আগে খুব একটা চোখে পড়েনি বাঁকুড়ায়। এবার পড়লেও পুলিশের তৎপরতায় চুরি যাওয়া টোটো খুঁজে পাওয়া গেছে।






