বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরেই ইটভাটার মাটি কাটার ফলে বড় গর্ত হয়েছিল। সেই গর্তের মধ্যে জল ভর্তি থাকায় বুঝতে পারিনি তিনজনে। ওই গর্তের পাশেই নিজেদের জামা প্যান্ট খুলে জলে নেমে তলিয়ে যায় বলে অনুমান এলাকাবাসীর। রবিবার সকাল দশটা নাগাদ খালিদ হাসান, অসীম রেজা ও রিয়াজ মন্ডল তিনজনে রবিবার স্কুল ছুটি থাকার কারণে বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। আর সেই ঘাস কাটতে গিয়েই কাল হল পরিনতি।
advertisement
আরও পড়ুন - Health Tips: শুধু স্বাদের জন্য নয়, গুণেও একেবারে কামাল ‘এই’ আচার, ১০ মিনিটেই বানিয়ে নিন
বাড়ি থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ বাড়ি না আসার কারণে মাঠে খুঁজতে গিয়ে আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরের পর বিকাল গড়িয়ে আসার সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে দেখতে পাওয়া যায় জল ভর্তি গর্তের পাশে তিনজনের জামা কাপড় ছাড়া আছে। তখন খোঁজাখুঁজি শুরু করলে তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।এলাকার বাসিন্দা মিন্টু মোল্লা জানান, তিনজন বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি মোল্লাপাড়া গ্রামে। সাঁতার না জানার কারণেই মর্মান্তিক পরিনতি, তিনজন শিশুর প্রাণ গেল।
আরও পড়ুন - Beauty Tips: নতুন কসমেটিক্স, ক্রিম বা সাবান থেকে ত্বকে জ্বালা, পুড়ে গেল ত্বক, দেরি না করে এখনই সাবধান হন
এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে । ইসলামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । এলাকার বাসিন্দা মিন্টু মোল্লা জানান, তিনজন বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি মোল্লাপাড়া গ্রামে। সাঁতার না জানার কারণেই মর্মান্তিক পরিনতি হয়ে তিনজন শিশুর প্রাণ গেল। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।
Pranab Kumar Banerjee