TRENDING:

Murshidabad News: চরম দুঃখে ঢেকে গেল এলাকা, গবাদি পশুর খাবার আনতে গিয়ে তিন নাবালকের মর্মান্তিক মৃত্যু

Last Updated:

গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনজনের মৃত্যু ঘটল জলে ডুবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনজনের মৃত্যু ঘটল জলে ডুবে।]রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম খালিদ হাসান (১৪), অসীম রেজা (৯), রিয়াজ মন্ডল (৭)।
3 minor died while collecting food for cattle
3 minor died while collecting food for cattle
advertisement

বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরেই ইটভাটার মাটি কাটার ফলে বড় গর্ত হয়েছিল। সেই গর্তের মধ্যে জল ভর্তি থাকায় বুঝতে পারিনি তিনজনে। ওই গর্তের পাশেই নিজেদের জামা প্যান্ট খুলে জলে নেমে তলিয়ে যায় বলে অনুমান এলাকাবাসীর। রবিবার সকাল দশটা নাগাদ খালিদ হাসান, অসীম রেজা ও রিয়াজ মন্ডল তিনজনে রবিবার স্কুল ছুটি থাকার কারণে বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। আর সেই ঘাস কাটতে গিয়েই কাল হল পরিনতি।

advertisement

আরও পড়ুন -  Health Tips: শুধু স্বাদের জন্য নয়, গুণেও একেবারে কামাল ‘এই’ আচার, ১০ মিনিটেই বানিয়ে নিন

বাড়ি থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ বাড়ি না আসার কারণে মাঠে খুঁজতে গিয়ে আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরের পর বিকাল গড়িয়ে আসার সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে দেখতে পাওয়া যায় জল ভর্তি গর্তের  পাশে তিনজনের জামা কাপড় ছাড়া আছে। তখন খোঁজাখুঁজি শুরু করলে তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।এলাকার বাসিন্দা মিন্টু মোল্লা জানান, তিনজন  বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি মোল্লাপাড়া গ্রামে। সাঁতার না জানার কারণেই মর্মান্তিক পরিনতি, তিনজন শিশুর প্রাণ গেল।

advertisement

আরও পড়ুন -  Beauty Tips: নতুন কসমেটিক্স, ক্রিম বা সাবান থেকে ত্বকে জ্বালা, পুড়ে গেল ত্বক, দেরি না করে এখনই সাবধান হন

এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে । ইসলামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । এলাকার বাসিন্দা মিন্টু মোল্লা জানান, তিনজন  বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত বালুমহাটি মোল্লাপাড়া গ্রামে। সাঁতার না জানার কারণেই মর্মান্তিক পরিনতি হয়ে তিনজন শিশুর প্রাণ গেল। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Pranab Kumar Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: চরম দুঃখে ঢেকে গেল এলাকা, গবাদি পশুর খাবার আনতে গিয়ে তিন নাবালকের মর্মান্তিক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল