রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। মৃত ব্যক্তিদের নাম মুস্তাকিন শেখ (২৫) মামুন মোল্লা (২৪) এবং সাফিরুল সরকার (২৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বেশ কয়েক জন মিলে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময় আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। তার জেরে উড়ে যায় বাড়ির ছাদ।
advertisement
আরও পড়ুন- প্লেনের টয়লেটে একসঙ্গে ঢুকে ‘কুকীর্তি’! সিটেই আলাপ, এয়ারহোস্টেস ফাঁস করলেন ফ্লাইট-রহস্য!
ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাকিন শেখ নামে এক ব্যক্তির। বাকিদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে মামুন মোল্লা ও সাকিরুল সরকার ওরফে সাগিরুল মোল্লা নামে দু’জনের মৃত্যু হয়।
আরও পড়ুন- সহবাসের আগে খেয়াল রাখুন ‘এইগুলো’, নয়তো মৃত্যু! রাজ্যে ১২০ জন এই মারণরোগে ভুগছেন
ওই ঘটনাযর পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ। তবে কি কারণে ওই বোমা বাঁধার কাজ চলছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।