TRENDING:

মাংসে বিষ? তৃপ্তি করে খেয়েই শেষ একই পরিবারের ৩ জন!

Last Updated:

পুলিশের প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে ৩ জনের৷ মৃতদের নাম বিকাশ গোফ, তাঁর ছোট মেয়ে রুম্পা গোফ ও ছেলে রঞ্জিত গোফ৷ বিকাশ গোপ ওই পরিবারের জামাই৷ এঁদের বাড়ি পুরুলিয়া শহরের নডিহার পূর্ণাবাঁধ পাড়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: রাতে মাংস রান্না হয়েছিল৷ গোটা পরিবার সেই রান্না তৃপ্তি করেই খেয়েছিলেন৷ রাত বাড়তেই শুরু হয় অস্বস্তি৷ হাসপাতালে নিয়ে যেতেই, মৃত্যু হল একই পরিবারের তিন জনের৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরে৷
advertisement

পুলিশের প্রাথমিক অনুমান খাদ্যে বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে ৩ জনের৷ মৃতদের নাম বিকাশ গোপ, রুম্পা গোপ ও রঞ্জিত গোপ৷ বিকাশ গোপ ওই পরিবারের জামাই৷ এঁদের বাড়ি পুরুলিয়া শহরের নডিহার পূর্ণাবাঁধ পাড়ায়৷

শুক্রকবার রাতে ওই বাড়িতে মাংস রান্না করা হয়৷ রাতে তিন জনের শ্বাসকষ্ট শুরু হয়৷ অবস্থা শোচনীয় হতে থাকায় তাঁদের ভরতি করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে৷ সেখানেই চিকিত্‍‌সা চলাকালীন মৃত্যু হয় তিন জনের৷ ঘটনার তদন্ত‌ শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ৷

advertisement

আরও Video: বিরিয়ানি থেকে পোলাও! ভাগাড়ের মাংস নিয়ে বিস্ফোরক তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাংসে বিষ? তৃপ্তি করে খেয়েই শেষ একই পরিবারের ৩ জন!