সোমবার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পান্ডে সাংবাদিক বৈঠকে জানান, সাগরদিঘীতে ৩৪নং জাতীয় সড়কের উপর নাকা চেকিং করার সময় একটি গাড়ি থেকে তিন কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এই ঘটনার জেরে দুই জনকে নগদ অর্থ সহ গ্রেফতার করা হয়েছে। ধৃত দুইজনের নাম গোলাম মোস্তফা। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইসলামপুরে ও লুটন সেখের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নুরপুরে।
advertisement
আরও পড়ুন: লক্ষ্য পঞ্চায়েত ভোট, ডায়মন্ড হারবারের জন্য বড় পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের!
ধৃতদের কাছ থেকে তিন কেজি হেরোইন, একটি অল্টো গাড়ি সহ নগদ ১১হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে নিয়ে আসা হচ্ছিল। ধৃত দুই জনকে সোমবার জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে। পুলিশ হেফাজতে নিয়ে আগামী দিনে আরও তদন্ত করবে।