TRENDING:

3 Bags In Railway Platform: সকাল ১১:৩০ টার ট্রেন লেট! ৩-৩ টে বড়সড় ব্যাগ কেন পড়ে রয়েছে, খুঁজতে গিয়ে চোখ কপালে

Last Updated:

3 Bags In Platform: ভর দুপুরে প্লাটফর্মে পড়ে রয়েছে তিনটি ব্যাগ, খুলতেই চোখ কপালে সকলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর: সকাল ১১:৩০ টার ট্রেন লেট থাকার কারণে প্ল্যাটফর্মের উপরে যাত্রী ছিল যথেষ্ট। তাদেরই মধ্যে কেউ একজন প্রথম লক্ষ্য করেন আর পি এফ অফিসের সামনে বসার জায়গায় তিনটি ব্যাগ রয়েছে যার মধ্যে কাপড়ে বাধা বড়সড় এবং ভারী কিছু একটা রয়েছে। পরিত্যক্ত ওই ব্যাগ তিনটির খবর যাত্রীদের তরফ থেকে দেওয়া হয় আরপিএফ অফিসে আধিকারিককে। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রানাঘাটে বিষয়টি জানান এবং শান্তিপুরের আরপিএফ নিরাপত্তা রক্ষীদের নিয়ে ব্যাগের সিজার লিস্ট তৈরি করেন এবং তিনটি কচ্ছপ সম্পর্কে বিশদে অনুসন্ধান চালান।
advertisement

অফিস টাইমে প্লাটফর্মে দাঁড়িয়ে অসংখ্য লোকজন। সবার চোখ প্লাটফর্মে পড়ে থাকা তিনটি পরিত্যাক্ত ব্যাগের দিকে। এরপর রেল পুলিশদের উপস্থিতিতে ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ সকলের। শান্তিপুর রেলওয়ে প্লাটফর্মে পরিত্যক্ত তিনটি ব্যাগ থেকে উদ্ধার বিরাট আকার তিনটি জীবন্ত কচ্ছপ।

আরও পড়ুন – Prove Of Indian Citizenship: মাছের গায়ের থেকে আঁশ ছাড়ানোর মতোই দিল্লি থেকে খুঁজে খুঁজে বার করা হবে, একজনও পাকিস্তানি থাকতে পারবে না, আধার-প্যানে প্রমাণিত হবে না ভারতীয়, লাগবে শুধু এই ডকুমেন্ট

advertisement

তবে এ বিষয়ে তিনি কোনও ভিডিও প্রতিক্রিয়া দেননি, মৌখিকভাবে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রানাঘাট আরপিএফ অফিসে হস্তান্তর করা হবে। সেখান থেকেই বনদফতরের হাতে তুলে দেওয়া হবে। তবে বিলুপ্তপ্রায় এই কচ্ছপ নিয়ে আসা ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি পরিত্যক্ত হিসেবে পড়েছিল।তবে এত বড় কচ্ছপ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা প্লাটফর্ম জুড়ে যাত্রীদের আগ্রহে ভিড় জমে যায়। যদিও এরপর ট্রেনে করে ওই তিনটি কচ্ছপ সহ পরিত্যক্ত ব্যাগগুলি রানাঘাটে জমা করে আসা হয় শান্তিপুর আরপিএফ এর পক্ষ থেকে। তবে সাধারণ যাত্রীরা এবং রেলওয়ে প্লাটফর্মের দোকানদারদের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষীদের তৎপরতাকে সাধুবাদ জানানহয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
3 Bags In Railway Platform: সকাল ১১:৩০ টার ট্রেন লেট! ৩-৩ টে বড়সড় ব্যাগ কেন পড়ে রয়েছে, খুঁজতে গিয়ে চোখ কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল