অফিস টাইমে প্লাটফর্মে দাঁড়িয়ে অসংখ্য লোকজন। সবার চোখ প্লাটফর্মে পড়ে থাকা তিনটি পরিত্যাক্ত ব্যাগের দিকে। এরপর রেল পুলিশদের উপস্থিতিতে ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ সকলের। শান্তিপুর রেলওয়ে প্লাটফর্মে পরিত্যক্ত তিনটি ব্যাগ থেকে উদ্ধার বিরাট আকার তিনটি জীবন্ত কচ্ছপ।
advertisement
তবে এ বিষয়ে তিনি কোনও ভিডিও প্রতিক্রিয়া দেননি, মৌখিকভাবে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রানাঘাট আরপিএফ অফিসে হস্তান্তর করা হবে। সেখান থেকেই বনদফতরের হাতে তুলে দেওয়া হবে। তবে বিলুপ্তপ্রায় এই কচ্ছপ নিয়ে আসা ব্যক্তিকে ধরা সম্ভব হয়নি পরিত্যক্ত হিসেবে পড়েছিল।তবে এত বড় কচ্ছপ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা প্লাটফর্ম জুড়ে যাত্রীদের আগ্রহে ভিড় জমে যায়। যদিও এরপর ট্রেনে করে ওই তিনটি কচ্ছপ সহ পরিত্যক্ত ব্যাগগুলি রানাঘাটে জমা করে আসা হয় শান্তিপুর আরপিএফ এর পক্ষ থেকে। তবে সাধারণ যাত্রীরা এবং রেলওয়ে প্লাটফর্মের দোকানদারদের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষীদের তৎপরতাকে সাধুবাদ জানানহয়েছে।
Mainak Debnath