২৮০ কোটি টাকার প্রকল্প যা KMDA র মাধ্যমে কাজ করা হচ্ছে। উত্তর হাওড়া গলাবাড়ি এলাকার গঙ্গা থেকে জল তুলে পাইপের নিয়ে যাওয়া সত্যবালা এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পর্যন্ত সেখানেই ১৫ মিলিয়ন গ্যালোন জল প্রতিদিন পরিস্রুত করা হবে, প্রয়োজন মতো তা সরবরাহও করা হবে। দিনে তিনবার জল পাবে সাধারণ মানুষ।
advertisement
আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন
এতদিন হাওড়া পুরসভার পদ্মপুকুর জল প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। প্রায় ৭ কিলোমিটার রাস্তায় পেরিয়ে সেই জল পৌঁছত উত্তর হাওড়ায়। দূর থেকে জল আসার কারণ, সেই জলের গুণগত মান ও জল সরবরাহর জলের গতি কম থাকায় সাধারণ মানুষকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছিলো। জলের গতি কম থাকায় আবাসন গুলিতেও জল সরবরাহ কার্যত হতই না। নতুন প্রকল্পের হাত ধরে এই দুর্দশা থেকে মুক্তি পেতে চলছে উত্তর হাওড়ার প্রায় ১৪ টি ওয়ার্ডের কয়েক লক্ষ মানুষ। গোলাবাড়ি থেকে ঘুশুড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পাইপ লাইন পাতার কাজ প্রায় শেষের মুখে। এই প্রকল্প থেকে প্রাথমিক ভাবে ৫৫ হাজার পানীয় জল সংযোগ করা হবে।
