ডেউচা পাঁচামি (Deucha Panchami) কোল ব্লকের সরকার ঘোষিত প্যাকেজের বিরোধীতা করে বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালো ভারতীয় কমিউনিস্ট পার্টি (মা: লে:) লিবারেশন । তারা দাবি জানান আদিবাসীদের জোর খাটিয়ে তাদের থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে । সেটা তারা কোনো মতেই মেনে নেবেন না । তারা বলেন , " ওই ডেউচা পাঁচমি (Deucha Panchami) এলাকায় যে কর্ম সংস্থান দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন রাজ্য সরকার সেটা আদেও কি হবে ? এছাড়াও ওই এলাকা দূষিত না করে অন্যত্র কর্ম সংস্থানের ব্যবস্থা করলেও তো হতো । আমরা এলাকার কিছু মানুষদের সাথে কথা বলে জানতে পারি যে তাদের জমি নেওয়ার জন্য বিভিন্ন প্রকার চাপ আসছে । তাতে কিছু কিছু আদিবাসী তাদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছে । এই যে আদিবাসীদের পাশে কেও নেই ভেবে যে নির্মম অত্যাচার চালানো হচ্ছে তার প্রতিবাদে আমরা আদিবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে আজ বিক্ষোভে নেমেছি ।’’
advertisement
আরও পড়ুন - West Bengal Weather Update: রাজ্যে জারি সতর্কবার্তা, পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে বড় ভোলবদল
আরও বলেন, ‘‘আমরা চায় তাদের ওপর জোর খাটিয়ে নয় তাদের সম্পূর্ণ মতামত যাতে জানার চেষ্টা হয় । মতামত জানার পরই যেন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় । আর এই কোল ব্লকের জন্য যে নির্মম অত্যাচার তাদের দিনের পর দিন সহ্য করতে হচ্ছে সেটাও যেনো বন্ধ হয় । এই সব বিভিন্ন দাবি নিয়ে আজ ২৫ টি সংগঠন একত্রিত হয়ে দেওয়ানগঞ্জ আদিবাসীদের হয়ে বিক্ষোভে সামিল হয়েছি এবং এই সব বিষয় আমরা জেলা শাসকের সাথে কথা বলে জানাব । "
Supratim Das