TRENDING:

Mamata Banerjee on Mithun: 'TMC তো সাংসদ করেছিল, আজ এত বড়-বড় কথা!' 'গোখরো' মিঠুনকে নিশানা মমতার

Last Updated:

রবিবার শীতলকুচির ঘটনায় নাম না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দমদম: পঞ্চম দফায় ভোটের আগে দমদমে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী শনিবার, ১৭ এপ্রিল বাংলা বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ৬টি জেলার ৪৫টি আসনে ভোট রয়েছে। তার আগে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত দমদমে জনসভা করছেন মমতা। আর সেই সভা থেকেই এদিন প্রথম মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) নিশানা করলেন তৃণমূলনেত্রী। নাম না করে মিঠুনকে মমতার তোপ, 'ওদের বড় বড় নেতা হয়েছে। তাঁরা নাকি গোখরো সাপ, কেউটে সাপ। তোমাকে একদিন এম পি করেছিল টিএমসি (TMC)। অত বড় বড় কথা বলো না। পারলে খেয়ে যেও রেশনের মোটা চালের ভাত।'
advertisement

রবিবার শীতলকুচির (Sitalkuchi) ঘটনায় নাম না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছিলেন বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমানের রায়নায় প্রচারের সময় মিঠুন শীতলকুচির জন্য ঘুরিয়ে উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মমতার বিরুদ্ধে। সেই সঙ্গে মিঠুন আবেদন করেন, এই সব ফাঁদে যেন কেউ পা না দেন। রায়নায় বিজেপি প্রার্থী মানিক রায়ের সমর্থনে রায়না হাইস্কুল মাঠে জনসভা করেন ‘জাত গোখরো’ মিঠুন।

advertisement

মিঠুন আরও দাবি করেন, 'বিজেপি এলে বাংলায় কোনও দাঙ্গা হানাহানি হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি। বাংলায় যে ধরণের রাজনীতির উদ্ভব হয়েছে তা যেন বন্ধ হয় ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সোনার বাংলা গড়ে তোলার জন্য ভোট দেন সেই কথা বলতে এসেছি আমি।' বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কী উন্নয়ন করবে তাও তুলে ধরেন তিনি। মিঠুন বলেন, 'বিজেপি ক্ষমতায় এলে হাসপাতালের জেনারেল ওয়ার্ডেও শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা হবে। সকলের জন্য একই সুবিধা দেওয়া হবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দমদমের জনসভায় মিঠুনকে আক্রমণের পাশাপাশি, মমতা এদিন ফের একবার বুলেটের বদলা ব্যালটে চাই বলে আবেদন করেন। সোমবারই বাংলায় ভোট প্রচারে এসে মোদি মমতার বিরুদ্ধে মতুয়াদের জন্য কিছু না করার অভিযোগ করেন। সেই প্রসঙ্গে দমদমের জনসভা থেকে মমতার জবাব, 'মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় করেছি। আমি চ্যালেঞ্জ করছি, মতুয়াদের জন্য যদি কিছু না করে থাকি, তবে পদত্যাগ করব। বাংলাকে গুজরাত হতে দেব না। এটাই আমাদের শপথ। আপনার মুখে দরিদ্রের কথা শোভা পায় না। আপনার মুখে বর্বরতার কথা শোভা পায়। বাংলাকে গুজরাত বানাবেন না। বাংলা কখনও বাংলাকে গুজরাত হতে দেবে না।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on Mithun: 'TMC তো সাংসদ করেছিল, আজ এত বড়-বড় কথা!' 'গোখরো' মিঠুনকে নিশানা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল