রবিবার শীতলকুচির (Sitalkuchi) ঘটনায় নাম না করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছিলেন বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী। পূর্ব বর্ধমানের রায়নায় প্রচারের সময় মিঠুন শীতলকুচির জন্য ঘুরিয়ে উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মমতার বিরুদ্ধে। সেই সঙ্গে মিঠুন আবেদন করেন, এই সব ফাঁদে যেন কেউ পা না দেন। রায়নায় বিজেপি প্রার্থী মানিক রায়ের সমর্থনে রায়না হাইস্কুল মাঠে জনসভা করেন ‘জাত গোখরো’ মিঠুন।
advertisement
মিঠুন আরও দাবি করেন, 'বিজেপি এলে বাংলায় কোনও দাঙ্গা হানাহানি হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি। বাংলায় যে ধরণের রাজনীতির উদ্ভব হয়েছে তা যেন বন্ধ হয় ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সোনার বাংলা গড়ে তোলার জন্য ভোট দেন সেই কথা বলতে এসেছি আমি।' বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কী উন্নয়ন করবে তাও তুলে ধরেন তিনি। মিঠুন বলেন, 'বিজেপি ক্ষমতায় এলে হাসপাতালের জেনারেল ওয়ার্ডেও শীতাতপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থা হবে। সকলের জন্য একই সুবিধা দেওয়া হবে।'
দমদমের জনসভায় মিঠুনকে আক্রমণের পাশাপাশি, মমতা এদিন ফের একবার বুলেটের বদলা ব্যালটে চাই বলে আবেদন করেন। সোমবারই বাংলায় ভোট প্রচারে এসে মোদি মমতার বিরুদ্ধে মতুয়াদের জন্য কিছু না করার অভিযোগ করেন। সেই প্রসঙ্গে দমদমের জনসভা থেকে মমতার জবাব, 'মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় করেছি। আমি চ্যালেঞ্জ করছি, মতুয়াদের জন্য যদি কিছু না করে থাকি, তবে পদত্যাগ করব। বাংলাকে গুজরাত হতে দেব না। এটাই আমাদের শপথ। আপনার মুখে দরিদ্রের কথা শোভা পায় না। আপনার মুখে বর্বরতার কথা শোভা পায়। বাংলাকে গুজরাত বানাবেন না। বাংলা কখনও বাংলাকে গুজরাত হতে দেবে না।'