প্রত্যেক বছর ঠিক এই সময় মৃৎ শিল্পীদের (Idol Artists) ব্যস্ততা থাকতো অনেকটাই। তবে এই করোনা আবহে অনেকটাই মন্দা তাদের বাজার। প্রত্যেক বছরের মতো এবার নেই যেমন ঠাকুর গড়ার অর্ডার। একবারে কিছু ঠাকুর তৈরি করে তা দিয়েই উপার্জন করবে বলে আশা তাদের। বহু বড় পুজো এ করো না ভয় নিজেদের বাজেটকে অনেক কম করেছে যার ফলে ধাক্কা খাচ্ছে এই মৃৎশিল্পীরা (Idol Artists)। যেখানে অর্ডার পাওয়া যাচ্ছেনা ঠাকুর ঘর আর সেখানে জিনিসপত্রের দাম যেমন খড়, বাস, বিচুলি, রং এবং ঠাকুরের(Durga Puja 2021) সাজের সরঞ্জাম বৃদ্ধি পাচ্ছে, ক্রমেই আর্থিক সংকটের মুখে পড়ছেন এই মৃৎশিল্পীরা।
advertisement
অশোকনগর থানার অন্তর্গত কচুয়া মোড় এলাকার এক মৃত শিল্পালয় যেখানে প্রায় সাত থেকে আট জন শিল্পী কাজ করেন। তাদের কথায় এক সময় পুজোর তিন থেকে চার মাস আগেই ঠাকুর গড়ার অর্ডার আসতো যা এখন পুজোর(Durga Puja 2021) ১৫ দিন বাকি থাকতেও মিলছে না। গত বছর থেকে শুরু হয়েছে এই মন্দা। তাই ছোট ঠাকুর কিছু বানিয়ে তাই বিক্রি করার অপেক্ষায় রয়েছে তারা।
আরও পড়ুন-ট্রাইব ক্যাফেতে দেবকুমার মিত্রের এক্সিবিশন জিতে নিল মানুষের মন
মৃৎশিল্পালয়ের মালিকের কথায়, নেই অর্ডার, কিন্তু তার শিল্পালয়ে যারা কাজ করছেন তাদেরকেও পারিশ্রমিক দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগামীদিনে কিভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে তা বুঝে উঠতে পারছেন না। কবে এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তারা তার আশায় দিন গুনছেন মৃৎশিল্পীরা(Idol Artists)।
-রাতুল বন্দ্যোপাধ্যায়