Tribe Cafe: ট্রাইব ক্যাফেতে দেবকুমার মিত্রের এক্সিবিশন জিতে নিল মানুষের মন

Last Updated:
Tribe Cafe: সম্প্রতি আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে উনি আফগানী মহিলাদের নিয়ে একটা ছবির সিরিজ তৈরি করেছেন। এই সিরিজের ছবিগুলো তালিবানদের আফগানিস্তান দখল করার পর পরিস্থিতির কথা ভেবে আঁকা।
1/5
 সামনেই পুজো। বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগেই ট্রাইব ক্যাফেতে দেবকুমার মিত্রের এক্সিবিশন মন জয় করল মানুষের। লেখালেখি ছাড়াও কলম চলে দেবকুমার মিত্রের, যা কাগজে ফুটিয়ে তোলে নানা রঙের খেলা। সম্প্রতি গোলপার্কের ট্রাইব ক্যাফেতে চলছিল ওনার ছবির এক্সিবিশন, যেখানে উনি তুলে ধরেছিলেন নিজের আঁকা বেশ কিছু ছবি।
সামনেই পুজো। বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগেই ট্রাইব ক্যাফেতে দেবকুমার মিত্রের এক্সিবিশন মন জয় করল মানুষের। লেখালেখি ছাড়াও কলম চলে দেবকুমার মিত্রের, যা কাগজে ফুটিয়ে তোলে নানা রঙের খেলা। সম্প্রতি গোলপার্কের ট্রাইব ক্যাফেতে চলছিল ওনার ছবির এক্সিবিশন, যেখানে উনি তুলে ধরেছিলেন নিজের আঁকা বেশ কিছু ছবি।
advertisement
2/5
পেশায় সাংবাদিক ও গণিতজ্ঞ, কিন্তু দেবকুমার মিত্রর তুলিকলমের নেশা অনেক বছরের। আঁকার মাধ্যম গুয়াস - এক অনচ্ছ জলরঙের মিশ্রণ। তাঁর আঁকায় কখনও দেখা যায় চিকমাঙ্গালুরের জঙ্গলের রং , বা শহরের ভীড়ভাট্টা।
পেশায় সাংবাদিক ও গণিতজ্ঞ, কিন্তু দেবকুমার মিত্রর তুলিকলমের নেশা অনেক বছরের। আঁকার মাধ্যম গুয়াস - এক অনচ্ছ জলরঙের মিশ্রণ। তাঁর আঁকায় কখনও দেখা যায় চিকমাঙ্গালুরের জঙ্গলের রং , বা শহরের ভীড়ভাট্টা।
advertisement
3/5
সম্প্রতি আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে উনি আফগানী মহিলাদের নিয়ে একটা ছবির সিরিজ তৈরী করেছেন। এই সিরিজের ছবিগুলো তালিবানদের আফগানিস্তান দখল করার পর পরিস্থিতির কথা ভেবে আঁকা।
সম্প্রতি আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির কথা ভেবে উনি আফগানী মহিলাদের নিয়ে একটা ছবির সিরিজ তৈরী করেছেন। এই সিরিজের ছবিগুলো তালিবানদের আফগানিস্তান দখল করার পর পরিস্থিতির কথা ভেবে আঁকা।
advertisement
4/5
এই সূত্রে উনি বলেন, "এই ছবিগুলো আফগানী মহিলাদের পারিপার্শিক পরিস্থিতির কথা ভেবে আঁকা। এখন কাবুলের যা পরিস্থিতি তা নিন্দনীয়।" ট্রাইব ক্যাফের তরফ থেকে কর্ণধার শিল্পা চক্রবর্তী বলেন, "দেবকুমার বাবুর লেখা পড়েছি, সম্প্রতি পেংগুইন থেকে ওনার বই লংফর্ম খুবই নাম করেছে। উনি কমিকসের ফ্যান জানতাম, কিন্তু ওনার আঁকার হাত যে এতো সুন্দর ভাবিনি। আর এই মাধ্যমে খুব কম লোক কাজ করে, তাই এর কদর করা আমাদের কর্তব্য।"
এই সূত্রে উনি বলেন, "এই ছবিগুলো আফগানী মহিলাদের পারিপার্শিক পরিস্থিতির কথা ভেবে আঁকা। এখন কাবুলের যা পরিস্থিতি তা নিন্দনীয়।" ট্রাইব ক্যাফের তরফ থেকে কর্ণধার শিল্পা চক্রবর্তী বলেন, "দেবকুমার বাবুর লেখা পড়েছি, সম্প্রতি পেংগুইন থেকে ওনার বই লংফর্ম খুবই নাম করেছে। উনি কমিকসের ফ্যান জানতাম, কিন্তু ওনার আঁকার হাত যে এতো সুন্দর ভাবিনি। আর এই মাধ্যমে খুব কম লোক কাজ করে, তাই এর কদর করা আমাদের কর্তব্য।"
advertisement
5/5
পুজোর আগে এমন একটা এক্সিবিশন উপহার পেয়ে খুশি শহরবাসী। করোনা কালের খারাপ সময় কাটিয়ে এভাবেই এগোতে থাকুক এই শহরের শিল্প ভাবনা।
পুজোর আগে এমন একটা এক্সিবিশন উপহার পেয়ে খুশি শহরবাসী। করোনা কালের খারাপ সময় কাটিয়ে এভাবেই এগোতে থাকুক এই শহরের শিল্প ভাবনা।
advertisement
advertisement
advertisement