TRENDING:

Bengal News | North 24 Pargana : বিপদে বন্ধু! বিহারের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল বাংলার পুলিশ...

Last Updated:

Bengal News | North 24 Pargana : পরিবার সূত্রে জানা গেছে নীতিশ কুমার গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : বাগদা থানার পুলিশ রবিবার রাতে নাটাবেড়িয়া এলাকায় টহল দেবার সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বুঝতে পারে অবাঙালি যুবক (Bengal News North 24 Pargana)। দেখা যায় সে নিজের নাম এবং বাড়ির মোবাইল নম্বর শুধু বলতে পারছে। বিহার থেকে কলকাতার উদ্দেশ্যে এসে রাস্তা হারিয়ে বাগদায় এসে পৌঁছেছে ওই যুবক। বাগদা থানা ((Bengal News North 24 Pargana) তরফ থেকে বিহারের বাড়িতে ফোন করে জানানো হয় তাদের ছেলে বাগদা থানায় আছে। যুবকের নাম নীতীশ কুমার বাড়ি বিহারের সাহারশা , ধানুপুরা গ্রামের বাসিন্দা সে।
advertisement

পরিবার সূত্রে জানা গেছে নীতীশ কুমার গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিল। তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। গতকাল রাতে বাগদা পুলিশ (Bengal News North 24 Pargana) প্রশাসনের পক্ষ থেকে ফোন পাঁয় তারা। পরিবারের তরফে তাঁকে হন্যে হয়ে খোঁজাখুঁজি করা হচ্ছিল। রবিবার রাতে ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় থানার পুলিশ। তখনই বাগদা পুলিশ ওই যুবকের বাড়ির হদিশ পান। এরপর বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফোন করা হয় তাঁর পরিবারকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

সোমবার ওই যুবকের পরিবারের পক্ষ থেকে তাঁর মামা বাবলু কুমার ও বৈদ্যনাথ সিংহ বাগদা থানায় এসে পৌঁছায় নীতীশকে নিয়ে যাওয়ার জন্য। বাগদা থানার ওসি উৎপল সাহা ওই যুবককে তাঁর মামার হাতে তুলে দেন। ঘরের ছেলেকে ফেরত পেয়ে পরিবারের পক্ষ থেকে বৈদ্যনাথ সিংহ বাগদা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal News | North 24 Pargana : বিপদে বন্ধু! বিহারের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল বাংলার পুলিশ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল