পরিবার সূত্রে জানা গেছে নীতীশ কুমার গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিল। তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। গতকাল রাতে বাগদা পুলিশ (Bengal News North 24 Pargana) প্রশাসনের পক্ষ থেকে ফোন পাঁয় তারা। পরিবারের তরফে তাঁকে হন্যে হয়ে খোঁজাখুঁজি করা হচ্ছিল। রবিবার রাতে ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় থানার পুলিশ। তখনই বাগদা পুলিশ ওই যুবকের বাড়ির হদিশ পান। এরপর বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফোন করা হয় তাঁর পরিবারকে।
advertisement
সোমবার ওই যুবকের পরিবারের পক্ষ থেকে তাঁর মামা বাবলু কুমার ও বৈদ্যনাথ সিংহ বাগদা থানায় এসে পৌঁছায় নীতীশকে নিয়ে যাওয়ার জন্য। বাগদা থানার ওসি উৎপল সাহা ওই যুবককে তাঁর মামার হাতে তুলে দেন। ঘরের ছেলেকে ফেরত পেয়ে পরিবারের পক্ষ থেকে বৈদ্যনাথ সিংহ বাগদা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।