পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়৷ এবং তারা তেল পরীক্ষার দাবিও জানান৷ সেই পরীক্ষার ফলে স্পষ্ট হয়ে যাবে পেট্রোলের সঙ্গে কেরোসিন মেশানো হয়েছে কিনা৷ ডায়মন্ডহারবার থানায় খবর দেয়া হলে ডায়মন্ড হারবার থানার পুলিশ পাম্পে এসে তেলর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি যে সমস্ত যাত্রীরা অভিযোগ তুলেছিলেন পেট্রোলে কেরোসিন রয়েছে , তাদেরকেও থানায় ডেকে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুন বর্ষা শুরু হতেই ফরাক্কা ও সামশেরগঞ্জ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন
অন্যদিকে দিন দিন বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম (Petrol price)৷ যা পরোক্ষভাবে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে প্রভাব ফেলছে৷ বেড়েই চলেছে সব্জি-মাছ-মাংসের দাম৷ খুবই সমস্যায় পড়েছেন আম জনতা৷ আন্তর্জাতিক বাজারে লাগাতার বেড়ে চলেছে অপরিশোধিত তেলের (Crude oil price) দাম ৷ অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়ে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামের উপরে ৷ একদিন অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার ফের দাম বাড়েছে পেট্রোল ও ডিজেলের ৷ সরকারি তেল সংস্থাগুলি পেট্রোলের দাম এদিন ২৯ পয়সা ও ডিজেলের দাম ২৪ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করেছে ৷ এরপরে দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৯৮.৮১ টাকা ও ডিজেলের দাম ৮৯.৯১ টাকা হয়ে গিয়েছে ৷ কলকাতায় জ্বালানি তেলের দাম ১০০ ছুঁই ছুঁই৷ মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম ৯৮.৬৪ টাকা, এবং ডিজেলের দাম ৯২.০৩ টাকা৷