আরও পড়ুন: মিলল মমতা-অভিষেকের সবুজ সংকেত, BJP বিধায়ক চলে এলেন তৃণমূলে!
বুধবার সকালে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করা যাবে না। এই স্টেডিয়ামে এক সময় মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট প্র্যাক্টিস করতেন ৷ প্রতিদিন সকালবেলা এখানে খেলাধুলা শরীরচর্চা করতে আসেন বহু মানুষ। কিন্তু আজ থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্টেডিয়াম।
advertisement
আরও পড়ুন: আনুষ্ঠানিক বিচ্ছেদ সাঙ্গ, শেষমেশ 'হৃদয়ের' কাছে 'প্রাক্তন' হলেন বাবুল সুপ্রিয়!
যদিও প্রশাসনের তরফ থেকে কোনে কনটেইনমেন্ট জোনের বোর্ড এখনও অবধি লাগানো হয়নি । স্টেডিয়ামের সামনে অবাধে মাস্ক ছাড়াই বহু মানুষের দেখা মিলেছে। এদিকে খড়্গপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কনটেইনমেন্ট জোন যেখানে করা হয়েছে, সেই এলাকাতেই মাস্ক ছাড়া লোকজন ঘুরে বেড়াচ্ছেন। যদিও সিভিক পুলিশের হুমকির জেরে বেশ কয়েকজন মাস্ক পরলেও বহু লোক বিনা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। যদিও খড়্গপুর টাউন থানার পক্ষ থেকে বোর্ড বা গার্ডরেল লাগানো হয়নি এখনও পর্যন্ত।