তিনি বলেন পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন তিনি। সাইকেলের ব্যবহার বাড়লে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। মোটর সাইকেলের অতি ব্যবহারে খরচ ও দূষণ বাড়ছে। আর সাইকেলের ব্যবহার সাধারণ মানুষের যেমন পরিশ্রম হবে তেমন দূষণও কম হবে। তাই তিনি সেই বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন। একটি সামান্য সাইকেল নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া মুখের কথা নয়। প্রতিটি স্থানের আবহাওয়া, রাস্তা, খাবার, সংস্কৃতি সবই আলাদা।
advertisement
আরও পড়ুন : ভুলে যান দিঘা-মন্দারমণি! বর্ষায় ঘুরে আসুন ঝাড়গ্রামের কুঠিঘাট, কোলাহলমুক্ত পরিবেশে হৃদয় জুড়োবে!
তাই সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হবে। কখনও অচেনা শহরের ব্যস্ত রাস্তায় পথ হারানোর ভয়, তো আবার কখনও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা, সবকিছুই সামলে এগিয়ে চলেছেন দীপ্তেন্দু দত্ত। তবে এই কঠিন পথেও মানুষের ভালবাসা নিয়ে স্বাচ্ছন্দে ভ্রমণ করছেন এই ব্যক্তি। ছোট থেকে সাইকেলের প্রতি আলাদা ভালবাসা। ভারত ভ্রমণ ইচ্ছে রয়েছে তার। মনে প্রচন্ড সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, ছত্রিশগড় সহ বেশ কয়েকটি রাজ্যে সফর করেছেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এখন তার গন্তব্য পুরুলিয়া। মেঘ বৃষ্টিকে সঙ্গে নিয়ে তিনি পাড়ি দেবেন সেখানে। তিনি বলেন সাইকেল তার শখ তাই পায়ের উপর জীবন দাড়িয়ে। ছোট থেকে সাইকেল চালিয়ে দূরে পাড়ি দেওয়ার নানা ইচ্ছে ছিল তার। পারিবারিক দায়িত্বে পিছু হটতে হয়েছিল। এখন আছি দায়িত্ব নেই তাই পাখিদের মত মনের খেয়ালে উড়ে বেড়াতে চান জীবনের শেষ বয়সে স্বপ্ন পূরণের লক্ষ্যে।
তন্ময় নন্দী