উৎসব কমিটির দায়িত্বে থাকা অমিত গুপ্তা জানান, সংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছিল এই উৎসব। সেখানেই এদিন ভাটপাড়া উৎসবের মঞ্চে একটি গ্রুপ নৃত্যের আয়োজন করা হয়েছিল। মোট তিনটি গ্রুপ এদিন স্টেজে পারফর্ম করার কথা ছিল। দু’টি দলের নাচ শেষ হলে তৃতীয় দলের এক নৃত্যশিল্পী স্টেজের পাশেই দাঁড়িয়ে ছিলেন আর তখন স্টেজ থেকে নামতে গিয়েই ঘটে চরম বিপত্তি।
advertisement
আরও পড়ুন: কন্যাহারা কিংবদন্তি সুরকার! অকাল প্রয়াণ ভবতারিণীর, বিদেশেও বাঁচানো গেল না জাতীয় পুরস্কারজয়ী গায়িকাকে
প্রত্যক্ষদর্শীদের কথায়, দেখা যায় হঠাৎই স্টেজ থেকে পড়ে যান ওই নৃত্যশিল্পী। নীচে ছিল বিদ্যুতের তার, প্রাথমিক অনুমান সেই তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ২২-এর কল্যাণীর বাসিন্দা সজল বারুই। স্বেচ্ছাসেবকরা তাঁকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শিল্পীকে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
তবে ওই নৃত্যশিল্পীর হঠাৎই স্টেজ থেকে পড়ে মৃত্যুর ঘটনা নিয়েও উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। দাবি, স্টেজ থেকে পড়ে তড়িদাহত হয়েই ওই নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে উৎসব কমিটি। কমিটির তরফ থেকে জানানো হয় বিষয়টি শোনা গেলেও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই সবটা প্রকাশ্যে আসবে এমনটাই মত। মর্মান্তিক এই ঘটনার পরে বন্ধ করে দেওয়া হয়েছে ভাটপাড়া উৎসব। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
Rudra Nrayan Roy