প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন প্রীতমকে উদ্ধারের পর তড়িঘড়ি পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় পুড়শুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তখনই চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনা নিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন? ঘনিষ্টমহলে বড় সিদ্ধান্ত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement
আরও পড়ুনঃ বিনা ওষুধে ডায়াবেটিস থেকে মুক্তি! মেনে চলুন শুরু ‘এই’ পদ্ধতি, জীবন বদলে যাবে
পরিবার সূত্রে জানা গিয়েছে, ধনেপোতা এলাকার ওই যুবক কর্মসূত্রে মুম্বইতে থাকেন। সেখানেই পরিচয় হয় দুই পরিবারের। তাদের বাড়িতেই বেড়াতে এসেছিলেন সবাই মিলে। হঠাৎ করে বৃহস্পতিবার দুপুরে নদীতে স্নান করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সাঁতার কাটতে না পারায় ওই যুবক তলিয়ে যায় বলে অনুমান। এ দিন ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুড়শুড়া থানার পুলিশ। পুলিশ প্রীতমের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।