ভারতে পরিবেশ শিক্ষা কেন্দ্র ( CEE ) ১৯৮৪ সালের আগস্ট মাসে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহায়তায় একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়,যা ভারত সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক (MoEFCC) দ্বারা সমর্থিত । যার প্রধান কার্যালয় আহমেদাবাদে অবস্থিত । এই কেন্দ্রের ভারত জুড়ে ৪১টি অফিস রয়েছে । CEE পশ্চিমবঙ্গে CEE কোলকাতা অফিসের মাধ্যমে কাজ করছে ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
CEE কলকাতার সহযোগিতায় CESC লিমিটেড কলকাতার আশেপাশে ২০ টি নির্বাচিত স্কুলে ‘উর্জা চেতনা প্রোগ্রাম’ শুরু করেছে । প্রোগ্রামটির নির্দিষ্ট উদ্দেশ্য হল জ্বালানি সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করা । জল সংরক্ষণ, সবুজ বাঁচানো এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মত বিষয়কে সামনে রেখে সচেতনতা এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হল । ছাত্র-ছাত্রী অর্থাৎ নতুন প্রজন্মকে এই সমস্ত বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে পরিবেশ সচেতনতার এই প্রচার তাঁরা ২০১২ সাল থেকে চালিয়ে আসছেন বলে জানালেন CESC লিমিটেডের জেনারেল ম্যানেজার নিপা সাহা শর্মা ।
আরও পড়ুন: উপোস করে শিবলিঙ্গে কী কী অর্পণ করবেন? কোন জিনিসে কী ফল পাবেন? জানুন জ্যোতিষীর মত
পড়ুয়াদের সারা বছরে পড়াশুনার পাশাপাশি পরিবেশ বিষয়ে সচেতনটা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানালেন সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশনের প্রোগ্রাম ডিরেক্টর রিমা ব্যানার্জী । এই অনুষ্ঠানে যোগদানকারী এক বিদ্যালয়ের শিক্ষক জানান,বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা অনুষ্ঠানের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের গুরুত্ব ও তা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ।
প্রকৃতির অভিজ্ঞতা ও বাস্তবসম্মত কার্যকলাপের মাধ্যমে শিক্ষাদান শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনটা বাড়াতে অনেকটা সাহায্য করে বলে জানায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এক বিদ্যালয়ের পড়ুয়া । বেলেঘাটা দ্যা লি কলিন্স হাইস্কুলের শিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তী জানান, সুস্থায়ী উন্নয়ন, কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করা। তিনি আরও বলেন ন্যাশনাল এডুকেশন পলিসি পরিবেশ রক্ষার দিক গুরুত্ব রেখে বছর ভোর এই ধরনের কর্মসূচির উপর বিদ্যালয়ে জোড় দেওয়া হয়।
রাকেশ মাইতি





