প্রাথমিক তদন্তে অনুমান, টার্গেট ছিল পানাগড় সেনা ছাউনি! কারণ, পানাগড়ে নামানোর কথা ছিল ওই বোমা ভর্তি বাক্স। সেনা বাহিনীর গোয়েন্দা বিভাগ সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে যাত্রী বোঝাই সরকারি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালায় গলসি থানার পুলিশ। তাতেই উদ্ধার বোমা ভর্তি বাক্স। গ্রেফতার করা হয়ে সন্দেহভাজন ওই যুবককে। এক বাক্স ভর্তি বোমা মিলেছে বলে দাবি গলসি থানার পুলিশের। বোমা নিয়ে যাওয়ার কারণ জানতে বিস্তারিত জেরা করা হচ্ছে ধৃতকে।
advertisement
আরও পড়ুন: শিয়ালদহ থেকে লালগোলার মাঝে ট্রেনে ভয়ংকর ঘটনা, লাইনে পড়ে দ্বিখণ্ডিত দেহ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বাসটি যখন ছাড়া তখন পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ সূত্র মারফত খবর পায় একটি সরকারি যাত্রী বোঝাই বাসে বোমা পাচার হচ্ছে। খবর যায় গলসি থানার পুলিশের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় কড়া নাকাচেকিং। সেখানেই বাসটিকে থামানো হয়। তল্লাশি চালায় পুলিশ। তাতেই একটি প্যাকেটে ২০টি বোমা মেলে। খবর দেওয়া হয় সিআইডি-র বম্ব স্কোয়াডকে। সিআইডির বোম ডিসপোজাল স্কোয়ার্ডের আধিকারিকরা সেগুলিকে নিষ্ক্রিয় করে দেন।
Saradindu Ghosh