জানা যায়, শুক্রবার একটি মোটরবাইকে ইয়াসিন সেখ সহ তার বাবা ও মা সাগরদিঘীর গোপালপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার সময়ে কাবিলপুর এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর ফলে মোটর বাইকটি ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট্ট শিশুটির। ওই শিশুটির মা ও বাবাও আহত হয়। এরপর তড়িঘড়ি তাদের উদ্ধার করে মুর্শিদাবাদের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে ইয়াসিন সেখের বাবা রুবেল সেখের শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুরের হাসপাতালে স্থানান্তর করা হয়।
advertisement
আরও পড়ুন: মাঝরাতে গঙ্গা পারাপার করতে গিয়ে বিপত্তি! আচমকা ডুবে গেল নৌকা! তারপর যা ঘটল…
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছোট্ট শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ছোট্ট শিশুর দুর্ঘটনায় মৃত্যুতে কান্নার রোল দেখা দিয়েছে গোটা গ্রাম জুড়ে। ঘাতক ট্রাক্টরকে আটক করা হলেও চালক পলাতক বলেই পুলিশ জানিয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত শিশুর মা জানিয়েছেন, “পারিবারিক কাজে শিশু সহ স্বামীর সঙ্গে যাচ্ছিলাম। কাবিলপুর এলাকায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে ছোট্ট শিশু ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমার স্বামীর চিকিৎসা চলছে হাসপাতালে।”
কৌশিক অধিকারী