মঙ্গলবারে দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া ডোমজুড়ে। খরিদ্দারের ছলনায় দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে সোনার গহনা দেখতে শুরু করে। তারপরই সুযোগ বুঝে দোকানে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের আঘাতে ওই দোকানের দুই মালিক আহত হয়। জানা যায়, খরিদ্দার সেজে আসা দুই ব্যক্তির অসৎ গতিবিধি বুঝে চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন ব্যবসায়ীরা। তখনই ব্যবসায়ীর মাথায় সজোরে আঘাত করে দুষ্কৃতীরা। সেই সময় ওই দোকানে হাজির ছিলেন দুই মালিক সহ এক মহিলা কর্মচারী।
advertisement
আরও পড়ুনঃ North 24 Parganas News: সাইবার প্রতারণার শিকার খোদ বিচারক! তারপর যা ঘটল, জানুন বিস্তারিত
প্রথমে খরিদ্দার সেজে দুইজন দুষ্কৃতী দোকানে প্রবেশ করে গহনা দেখা শুরু করে। পরে পিস্তল বের করে ভয় দেখানোর চেষ্টা, বাধা দিতে গেলে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত। আরও জানা যায়, দোকানে প্রবেশ দুই দুষ্কৃতি ছাড়াও বাইরে দু’জন দুষ্কৃতী অপেক্ষা করছিল। ডোমজুড়ের বড়বাজার এলাকায় পাশাপাশি সব দোকান। সেই স্থানে দিনে দুপুরে এমন কাণ্ডে রীতিমত স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত।
রাকেশ মাইতি