বুধবার সকালে সিএএ-র প্রতিবাদে নাগরিক মঞ্চের নামে বনধের ডাক দেয় একটি সংগঠন৷ তারা অবরোধ করে সাহেবনগর৷ অবরোধী চলাকালীন দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে৷ বাড়ি ভাঙচুর, বাইকে আগুন ও বোমাবাজি শুরু হয়৷ চলে গুলিও৷ অবরোধকারীদের অভিযোগ, স্থানীয় তৃণমূলনেতা ও জলঙ্গি উত্তরের ব্লক সভাপতি তাহিরুদ্দিন শেখের নেতৃত্বে আক্রমণ করে দুষ্কৃতীরা৷ যদিও তাহিরুদ্দিনের দাবি, সিপিআইএম-কংগ্রেস জোট বেঁধে হামলা চালিয়েছে৷
advertisement
ঘটনায় বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'টিএমসি-র সংঘর্ষ মানেই গুলি-বোমা৷ তৃণমূলের সংঘর্ষ মানেই মৃত্যু৷ আসলে তৃণমূলকর্মীদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে৷' সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের কটাক্ষ, 'রাজ্যে প্রশাসন বলে কিছু নেই৷ তৃণমূলই বন্ধ প্রতিরোধ করছে৷ দিলীপ ঘোষের মতো গুলি কর্মসূচি পালন করছে তৃণমূলও৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2020 3:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CAA প্রতিবাদে গোষ্ঠী সংঘর্ষে জলঙ্গিতে গুলিতে মৃত ২, গাড়িতে আগুন-বোমাবাজি!