বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের আমগড়িয়া বাজারে তৃণমূল কর্মী দুলাল শেখ(৪৫)-কে গুলি করে খুন করা হয়েছিল। পুলিশ বাবু শেখকে নবস্তা গ্রামের বাড়ি থেকে এবং জামালকে কুচুনিয়ার মাঠ থেকে গ্রেফতার করে। খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ দুই ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। তদন্তের প্রয়োজনে ও খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বাকি অভিযুক্তদের নাগাল পেতে তদন্তকারী অফিসার দুই ধৃতকে ১৪ দিন পুলিসি হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক ধৃতদের ১১ দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
advertisement
পুলিশ জানিয়েছে, নিহত দুলাল শেখ ওরফে ইয়াসিনের বাড়ি কেতুগ্রামের আমগড়িয়া বাজারের কাছে রতনপুর পীরতলায়। বৃহস্পতিবার বেলা ১০টা নাগাদ দুলাল আমগড়িয়া বাজারে একটি চায়ের দোকানে চা খেতে ঢোকেন। ওই সময়ে আচমকাই দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুলালের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুলাল। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরই নিহতের স্ত্রী জুম্মাতুল বিবি মোট চারজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ বাবু ও জামালকে গ্রেফতার করেছে। বাকি দুই অভিযুক্ত রতন খাঁ ও হানিফ শেখ এখনও পলাতক। পুরনো পরিবারিক বিবাদের জেরেই এই খুন বলে ধৃতদের জেরা করে জানা গিয়েছে বলে দাবি পুলিশের।