TRENDING:

বগুলায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ২, রাজনৈতিক প্রতিহিংসা না কী ব্যক্তিগত শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ

Last Updated:

দুলাল বিশ্বাস খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত শংকর বিশ্বাস, কমল মজুমদার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: দশ বছর আগে একই কায়দায় খুন হন ভাই স্বপন বিশ্বাস।  এবার দাদা দুলাল বিশ্বাস। তখনও যে দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল , এবারও তাদের  বিরুদ্ধেই অভিযোগ।  এলাকায় তৃণমূলের দাপুটে নেতা দুলাল বিশ্বাস খুনে উঠে আসছে নানা সম্ভাবনা।  রাজনৈতিক প্রতিহিংসা  ।   গোষ্ঠীদ্বন্দ্ব।  না কী পুরনো শত্রুতার জের।  কী কারণে খুন, তাই নিয়ে  শুরু হয়েছে জল্পনা। ১৩ জন স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হাঁসখালি থানায়।   ইতিমধ্যে শঙ্কর বিশ্বাস ও কমল মজুমদার নামে দুজনকে আটক করেছে পুলিশ।  ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
advertisement

ইতিমধ্যেই দুলাল বিশ্বাস খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত শংকর বিশ্বাস, কমল মজুমদার ৷ গতকাল আটক করা হয় দু’জনকে ৷ দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধৃতদের মঙ্গলবার রানাঘাট আদালতে পেশ করা হবে ৷

বগুলার দাপুটে তৃণমূল নেতা ।  এক নম্বর পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের  ব্লক সভাপতি ছিলেন দুলাল বিশ্বাস।  এলাকায় দলের ইলেকশন মেশিনারি চালাতেন দুলাল।  উন্নয়নের কাজে যুক্ত ছিলেন।  বিরোধীদের টার্গেট  হয়েছেন দুলাল।  অভিযোগ শাসক দলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনার পর এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে একটি দোনলা বন্দুক,  দুটি কার্তুজের খোল,  মাঙ্কি টুপি ও হাঁসুয়া । খুনের মোটিভ নিয়ে এখনও ধন্দে পুলিশ।  নিহত নেতার ব্যাকগ্রাউন্ড থেকে জোরালো হচ্ছে বিভিন্ন সম্ভাবনা।  রাজনৈতিক প্রতিহিংসা না কী ব্যক্তিগত শত্রুতা , তাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বগুলায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ২, রাজনৈতিক প্রতিহিংসা না কী ব্যক্তিগত শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল