মেয়ে চলেছে ভোটযুদ্ধে। তাই মা খাইয়ে দিচ্ছেন মেয়েকে। তার সঙ্গে এগারো মাসের সন্তানকে তৈরি করা। সব সামলে প্রচারে নামলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাস। অন্যদিকে, শ্রমিকদের নিয়ে প্রচার-মিছিলে ব্যস্ত বামপ্রার্থী আভাস রায়চৌধুরী। দুর্গাপুরেই নির্বাচনী সভা করলেন তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।
নাম ঘোষণার পর প্রথম রবিবার। পায়ে হেঁটেই এলাকায় এলাকায় প্রচার সারলেন আসানসোলের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। রবিবার প্রচার শুরুর আগে গাইঘাটায় জলেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর। গেলেন জামে মসজিদেও।
advertisement
পায়ে হেঁটে প্রচার সারলেন বনগাঁর বামপ্রার্থী অলোকেশ দাস।
রবিবারই প্রথম প্রচারে নামলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। পায়ে হেঁটে প্রচারের পাশাপাশি করলেন নির্বাচনী সভাও। প্রতিদিনই প্রচার করছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হল তাঁর রোড শো।
রবিবার আনন্দময়ীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মূর্শিদাবাদে পায়ে হেঁটেই কর্মীদের নিয়ে প্রচারে ব্যস্ত সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান। অধীরগড়ে জমজমাট প্রচার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের।
প্রথম পর্যায়েই জমে উঠেছে রাজ্যের রাজ্যের ভোটযুদ্ধের প্রচার।