শেডের নিচে কংক্রিটের বসার জায়গায় বিশ্রাম নেওয়ার সময় কোনও কারণে শরীর বন্ধ দোকানের শাটার স্পর্শ করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আমতার খসনানে একটি বন্ধ ওষুধের দোকানের সামনে বিশ্রাম নিতে গিয়ে শাটারের গায়ে স্পর্শ হতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান বছর উনিশের শেখ শাহিল।
advertisement
এই মর্মন্তিক ঘটনার পরই স্থানীয় মানুষের নজরে আসে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে যুবক। এমন ঘটনা সামনে আসতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-বলুন তো, ‘বোতল’-এর বাংলা কী? ৯৯% মানুষই জানেন না আসল উত্তর, জানলে চমকে যাবেন গ্যারান্টি!
এদিকে ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে যায় আমতার SDPO-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান, ওই দোকানের শাটারে কোনও কারণে বিদ্যুৎ সংযোগ হয়েছিল। এমন দুর্ঘটনা শর্ট সার্কিটের কারণেই হতে পারে৷ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই দোকান মালিকের অসচেতনতার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি জানায় এলাকার মানুষ। এলাকায় যুবকের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রাকেশ মাইতি