TRENDING:

জেলাজুড়ে তোলপাড়, পাকিস্তানের পতাকা নামিয়ে উড়ল তেরঙ্গা! মালদহে ১৮ অগাস্ট কী হয়েছিল জানুন

Last Updated:

দেশের বিভিন্ন জায়গায় ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালিত হলেও কিছু কিছু জায়গায় রয়েছে ব্যতিক্রম। যার মধ্যে মালদহ অন্যতম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: দেশের বিভিন্ন জায়গায় ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালিত হলেও কিছু কিছু জায়গায় রয়েছে ব্যতিক্রম। যার মধ্যে মালদহ অন্যতম। কেননা আজ অর্থাৎ ১৮ অগাস্ট সোমবার মালদহের বিভিন্ন এলাকায় পালিত হল ‘স্বাধীনতা দিবস’।
ভারতের জাতীয় পতাকা
ভারতের জাতীয় পতাকা
advertisement

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও সেদিন প্রকৃত স্বাধীনতা পায়নি মালদহ। কারণ, বর্তমান মালদহ জেলা সেইসময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। মালদহে উড়েছিল পাকিস্তানের পতাকা। এর বিরুদ্ধে জেলাজুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন। মালদহ জেলাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার দাবিতেই সেই সময় লাগাতার আন্দোলন হয়।

আরও পড়ুন: অজ পাড়া গাঁ থেকে মালয়েশিয়া! নুন আনতে পান্তা ফুরালেও সহযোগিতায় গ্রামবাসীরা, ভাস্কর-দিপান্বিতার ট্যালেন্ট মুগ্ধ করবে আপনাকেও

advertisement

এরপর ১৯৪৭ এর ১৮ অগাস্ট অর্থাৎ আজকের দিনে মালদহ জেলাকে ভারতের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ১৮ অগাস্ট মালদহ কালেক্টরেট থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে সরকারিভাবে তোলা হয় ভারতীয় তেরঙ্গা। এরপর থেকেই ১৫ অগাস্টের পাশাপাশি আজ ১৮ আগস্ট মালদহে প্রকৃত স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়।

advertisement

আরও পড়ুন: বোঝো কাণ্ড! চা শেষ হলেও ডাস্টবিনে ফেলছে না কাপ, চিবিয়ে খাচ্ছেন সকলে! হচ্ছেটা কী এই দোকানে

আজ সকাল থেকে মালদহ জেলা গ্রন্থাগার, মালদহের বাবুপাড়া, দুর্গাবাড়ি মোড় প্রকৃতি একাধিক এলাকায় জাতীয় পতাকা তোলা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টজনেরা। স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি একাধিক দলের নেতৃত্ব কেউ অংশ নিতে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হচ্ছে। তবে এমন ব্যতিক্রম চিত্র মালদহ ছাড়াও আরও বেশ কিছু জায়গাতেও দেখা যায়, যেসব জায়গাগুলিও ১৮ অগাস্ট ১৯৪৭ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার স্বাধীনতা পেয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলাজুড়ে তোলপাড়, পাকিস্তানের পতাকা নামিয়ে উড়ল তেরঙ্গা! মালদহে ১৮ অগাস্ট কী হয়েছিল জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল