‘এসো বই পড়ি, বছর ভর জীবন গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে প্রায় তিন ঘণ্টা ধরে একটানা বই পাঠে অংশ নেন বিভিন্ন বয়সের পাঠক-পাঠিকারা। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ-সহ নানা ধরনের বই ছিল পাঠকদের জন্য। এই বই পড়া কর্মসূচিতে যোগ দিতে শুধু বনগাঁ বা উত্তর ২৪ পরগনাই নয়, জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়া, জোড়াসাঁকো এমনকি দক্ষিণ ২৪ পরগনা থেকেও বইপ্রেমীরা উপস্থিত হন। সব মিলিয়ে প্রায় ১৮০ জন পাঠক একসঙ্গে বই পড়ে এই নতুন রেকর্ড গড়েন। উল্লেখ্য, শর্মা লেদার এর আগেও বৃহৎ-আকৃতির জুতো তৈরি করে রাজ্যজুড়ে সাড়া ফেলেছিল।
advertisement
এবার বইপ্রেম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজ সচেতন নাগরিকরা। উদ্যোক্তাদের মতে, এই ধরনের বই পাঠ কর্মসূচি বাংলায় এই প্রথম। অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি বইপ্রেমীরাও। তাঁদের মতে, ডিজিটাল যুগে বইয়ের প্রতি আগ্রহ ফেরাতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জানা যায়, শর্মা লেদার নিজেদের দোকানেও বইপ্রেমীদের উৎসাহ দিতে একটি লাইব্রেরি গড়ে তুলেছে। সেখানে জুতো কেনার পাশাপাশি বই পড়লে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। দোকান মালিকের কথায়, শরীরচর্চার জন্য যেমন ব্যায়ামের প্রয়োজন, তেমনই মানসিক বিকাশের জন্য বই পড়াই একমাত্র পথ। তাঁর এই উদ্যোগ আগামী দিনে পাঠকদের আরও বেশি করে বইয়ের কাছাকাছি আনবে বলেই আশাবাদী বুদ্ধিজীবী মহল।