জানা গিয়েছে, এই জেলায় ২৯টি ব্লকের মধ্যে ১৬টি দক্ষিণ ২৪ পরগনা এবং ১৩টি ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় রয়েছে। সেই মতো দুই জায়গায় যথাক্রমে ১০ এবং ৮টি গাড়ি বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর। এই গাড়িতে রক্তের বিভিন্ন পরীক্ষার জন্য ল্যাবরেটরি থাকবে। ইসিজি, ইউএসজির পরিষেবাও পাবেন রোগীরা।
advertisement
গ্রামের ভৌগোলিক অবস্থান বুঝে গাড়িগুলিকে পাঠানো হবে। যেসব জায়গা থেকে মানুষজনকে অনেকটা পথ পেরিয়ে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আসতে হয়, সেই এলাকাগুলিকে প্রাধান্য দেওয়া হবে। কোথাও দু’টি ব্লকে পিছু একটি গাড়ি থাকবে, কোথাও আবার তিনটি। গাড়িগুলি আপাতত সপ্তাহে দু’দিন করে ঘুরবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডায়মন্ডহারবার এবং দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক যথাক্রমে জয়ন্ত সুকুল ও মুক্তিসাধন মাইতি বলেন, “শীঘ্রই এই গাড়ি আমরা হাতে পাব। মানুষজনের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক পরিষেবা বিশেষ ক্ষেত্রে অত্যন্ত এলাকার যে সমস্ত বাসিন্দা আছে বা দ্বীপ এলাকার মানুষ তাদের জন্য এই সুবিধা আরও বেশি কাজে আসবে। কারণ গ্রামীণ এলাকার বা সুন্দরবন প্রত্যন্ত এলাকার মানুষদের এই ধরনের পরিষেবা পেতে সমস্যা হত সেগুলি মিটে যাবে।”






