ঠিক যেন ঢাল তলোয়ার হীন নিধিরাম সরদার এর মত একটি প্রশিক্ষণ শিবির। একটি সামান্য প্রশিক্ষণ শিবির, বৃষ্টি এলেই যেখানে বন্ধ হয় প্রশিক্ষণ। নেই নির্দিষ্ট কোন ঠিকানা। নেই সরকারি সহযোগিতা। এই প্রশিক্ষণ শিবিরে আবারও সাফল্যের হাতছানি। এখানে মাসিক কুড়ি টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানকার প্রশিক্ষক পেশায় একজন সেলসম্যান। তিনি তার পরিবার সামলে অর্থ সঞ্চয় করে প্রশিক্ষণ শিবির চালান। স্বামী স্ত্রী দেবযানী ও অনিমেষ মিলে এভাবেই প্রায় ১২ বছর গ্রামের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ Ind vs Aus: প্রথম টেস্টের আগেই ভারতীয় দলে জোর ধাক্কা! চোট পেলেন তারকা ব্যাটার
এবার নলপুর পোর্টস একাডেমির ছাত্র-ছাত্রীদের সফলতায় দারুণ প্রশিক্ষক অনিমেষ নষ্কর। দরিদ্র পরিবার থেকে উঠে আসা অনেক পরিবারের ছেলে -মেয়েদের শুটিং বলে খেলার আশার আলো দেখাচ্ছে গোটা দেশকে। শুটিং বলে ভবিষ্যতে নিজেদের ছেলে-মেয়েদের দেশের হয়ে খেলতে দেখতে আশাবাদী প্রশিক্ষণরতদের অভিভাবকরা। নলপুর স্পোর্টস একাডেমিতে ছাত্র-ছাত্রীদের আরও উন্নতমানের পরিষেবা দিতে নানা পরিকাঠামোর উন্নয়নের ভাবনা-চিন্তার কথাও জানান প্রশিক্ষকরা।
রাকেশ মাইতি