পরিবারসূত্রে জানা যায় মৃত যুবকের নাম রামিজ শেখ (১৪)। শনিবার বিকেল নাগাদ বাড়ি থেকে বের হয় রামিজ। কিন্তু সারা রাত কাটলেও বাড়ি ফেরেনি সে। রবিবার সকালে ওই কিশোরের কাকা যখন লিচু বাগানে যান দেখতে পান গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে রামিজ । পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ও পরে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাসালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অশনি, সরাসরি না হলেও বাংলাতেও বড় প্রভাব! কী হতে চলেছে?
চোদ্দ বছরের এক কিশোরের গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। এই বিষয়ে ওই নাবালকের কাকা নওসর আলি জানান শনিবার দুপুর নাগাদ বন্ধুদের সঙ্গে বেরিয়ে ছিল রামিজ। এরপর রাত হলেও বাড়ি ফেরেনি। সেই কারণে বাড়িরলোকজন মিলে খোঁজাখুজি শুরু করি। কিন্তু খুঁজে পায়নি। সকালে ফারাক্কা জিগরি মোড় এলাকায় লিচু বাগানে গলাকাটা অবস্থায় প্রথমে দেখি রামিজকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সঙ্গে কারও বচসা বা শত্রুতাও ছিল না। পুলিশ প্রশাসনের তৎপরতায় অভিযুক্তদের শীঘ্রই শনাক্ত করে, কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। রামিজের বাবা নূর ইসলাম সেখ বলেন, '' দুই ছেলের মধ্যে এক ছেলে রামিজ l আমি লোহা-লক্কড়ের ভাংরির কাজ করি এলাকায়l ঘটনা যেটাই হোক না কেন তাই বলে ছোট্ট শিশুটিকে এমন নিশংস ভাবে হত্যা হতে হবে ।কে এমন কাজ করলো পুলিশ তার তদন্ত করুক । দোষীদের ফাঁসি চাই।''