TRENDING:

মোবাইলে গেম খেলা বাবার বকাবকি, অভিমানে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী

Last Updated:

মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল রিয়া মন্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোবাইল গেম খেলা নিয়ে বাবার বকাবকির জেরে বুধবার সকালে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণীর ছাত্রী। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিয়া মন্ডল (১৭)৷ খড়গ্রাম থানার মন্ডলসার গ্রামের বাসিন্দা। মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল রিয়া মন্ডল ।
advertisement

পরিবার সূত্রে খবর, ইদানিং রিয়ার মোবাইল ব্যবহার বেড়ে গিয়েছিল এবং মোবাইল ব্যবহার করা নিয়ে বাবা বকাবকি করা হচ্ছিল তাকে৷ সেই সঙ্গে পড়াশোনা করার জন্যও তাকে চাপ দেওয়া হচ্ছিল বাড়ি থেকে৷  কিন্তু তারপরও মোবাইল ব্যবহার কমেনি৷ এই নিয়ে বাবা বকাবকি করলে অভিমানে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রিয়া৷ বুধবার সকালে নিজের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় রিয়াকে দেখতে পেলে খড়গ্রাম গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোবাইলে গেম খেলা বাবার বকাবকি, অভিমানে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী