উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রামের এই ১২ জন মুম্বাইয়ের হোটেলে রাঁধুনির কাজ করতে গিয়েছিলেন। লকডাউনের জন্য হোটেল বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন এই পরিযায়ী শ্রমিকরা। সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন নিবেদন করেও তাদের গ্রামে ফেরার ব্যবস্থা না করায় বাধ্য হয়েই তারা লরি ভাড়া করে মুম্বাই থেকে রওনা হন।আজ দুপুরে তারা গুঞ্জরিয়ায় এসে পৌঁছান। স্থানীয় পঞ্চায়েত এবং স্বাস্থ্য কর্মীদের না জানিয়ে তারা গ্রামে পৌছে যান।
advertisement
পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা না করে গ্রামে পৌঁছে যাওয়ায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীরা তাদের গ্রামে ঢুকতে বাধা দেয়। বিষয়টি পঞ্চায়েতের প্রতিনিধি জানালে উপ প্রধান সহ গ্রাম পঞ্চায়েত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। মুম্বাই থেকে আসা পরিযায়ী শ্রমিকদের তৎক্ষনাত তাদের ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে নিয়ে আসেন।পঞ্চায়েতের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্থানীয় বিডিও,বি এম ও এইচ এবং ইসলামপুর থানার আই সি কে খবর দেওয়া হয়।
UTTAM PAUL