আরও পড়ুন: তুষার কামড়ে হাতের ৮ টি আঙুলই নেই! তবু পাহাড়ে ওঠা থামেনি বিমানের
নাম শুনে হয়ত মনে করছেন এই খাবার খেতে গেলে আপনাদের নদিয়ার মায়াপুরে যেতে হবে। কিন্তু একদমই তার দরকার নেই। এই খাবার পাবেন বীরভূমের রামপুরহাট শহরে। সম্পূর্ণ নিরামিষ এই মায়াপুর হোটেলের উদ্বোধন হয়েছে চলতি মাসের ২২ তারিখ। রাম মন্দিরে উদ্বোধনের দিন এই হোটেলের পথচলা শুরু হয়।
advertisement
কিন্তু রামপুরহাটের একটি হোটেলের নাম মায়াপুরের নামে কেন? এই প্রশ্নের উত্তরে হোটেলের মালিক অমিত মেহরা বলেন, মায়াপুরের নাম শুনলেই সাধারণ মানুষের মধ্যে নিরামিষ খাবারের ধারণা আসে। আর যেহেতু তাঁরা ইসকনের ভক্ত এবং ইসকনের সঙ্গে মায়াপুর জড়িত রয়েছে সেই কারণে হোটেলের নাম রেখেছেন মায়াপুর।
তাঁর হোটেলের খাবারের দাম প্রসঙ্গে অমিত মেহেরা জানান, মধ্যবিত্ত থেকে শুরু করে সকলের কথা চিন্তা করে সবকিছুর দাম কম রাখা হয়েছে। মাত্র ৯৯ টাকার মধ্যে এখানে স্পেশাল থালি পাওয়া যায়, যাতে ১২ রকমের পদ থাকে। এছাড়াও সকালে পাওয়া যাচ্ছে কড়াইশুঁটির কচুরি, কলকাতা স্পেশাল পেটাই পরোটা। শুধু কি তাই, এর বাইরেও থাকছে একদম সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আর এই মায়াপুর হোটেলের খাবার খেলেই সামনের নতুন বছরের শুরুতেই আপনিও পেয়ে যেতে পারেন আকর্ষণীয় উপহার। আপনি যদি এই হোটেলে ১০০ বার খাবার খেয়ে থাকেন তাহলে আপনার খাবারের বিলের ১০০ টাকার বিনিময়ে আপনি পাবেন এক পয়েন্ট। এই ভাবে ৫০ পয়েন্ট করতে পারলে আপনি পাবেন একটি উপহার।
সৌভিক রায়