TRENDING:

Kali Puja 2023: এক গ্রামে একসঙ্গে ১২ টি কালী পুজো এড়োয়ালী পরিচিত কালীক্ষেত্র নামে

Last Updated:

খড়গ্রামের এড়োয়ালিতে একই রাজপরিবারে ১২টি কালিপুজো, আর সেই কালিপুজোকে কেন্দ্র করে মত্ত থাকে গোটা গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার খড়্গ্রাম থানার বর্ধিষ্ণু গ্রাম এড়োয়ালির কালীপূজোকে কেন্দ্র করে জাতি ধর্ম্ম নির্বিশেষে মানুষ উৎসবে মেতে ওঠেন। একই রাজপরিবারে ১২ টি কালীপুজো। আর তাতেই মত্ত থাকে গোটা গ্রাম। খড়গ্রাম থানার এড়োয়ালি রাজপরিবারের কালীপুজোয় সবাই যেন এক রাতের রাজা।খড়গ্রামের এড়োয়ালি গ্রামের পুজোর বিশেষত্ব হল এখানে একই রাজপরিবারে ১২ টি কালিপুজো, আর সেই কালিপুজোকে কেন্দ্র করে মত্ত থাকে কালীপুজোর আগে গোটা গ্রাম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ ।চলছে প্রতিমা তৈরির কাজ।
advertisement

এই কালিপুজোর প্রতিষ্ঠা করেন রাজা রামজীবন রায়। আজ থেকে প্রায় চারশো বছর আগে। তাঁর রাজত্বকালে একটা রাজবাড়িতে একটিই কালিপুজো হত। সারা রাজবাড়ি আলোয় ঝলমল করত,সমস্ত ধর্মের মানুষ নিমন্ত্রিত থাকত রাজবাড়িতে। আর কয়েকটি রাত শেষ হলেই শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ, লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে কয়েক শতাব্দী প্রাচীন খড়গ্রাম ব্লকের এড়োয়ালী গ্রামে। জাতী ধর্ম নির্বিশেষে সবাই আনন্দে মেতে উঠবে এই উৎসবে এযেন এক মিলন মেল।

advertisement

আরও পড়ুন: জাতীয় সড়কের পাশে ফলিয়েছেন ৩ মণ ধান! ভবঘুরের মহিলার কীর্তিতে হইহই কাণ্ড

এক পরিবারে সদস্য  জানান, কথিত আছে, বাংলায় বর্গী হানা তখন একটা নিয়মে দাঁড়িয়ে ছিল। রাজা রামজীবন রায় ছিলেন বীরভূম জেলার অন্তর্গত ঢেকা লোকপাড়ার রাজা । এড়োয়ালী তখন বীরভূম জেলায় , বর্গী হানা থেকে প্রজাদের রক্ষা করতে তিনি চলে এলেন এড়োয়ালী গ্ৰামে , তখন মকদম হাজি আলী নামে এক জমিদার রাজাকে পাকাপাকি ভাবেই থেকে যেতে বলেন, সেই সময় ও বা তার আগে থেকেই ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে মা কালির পুজো করে যেত। ডাকাতদের পুজিত যে ডাকাত কালি নাম ছিল, রাজা এসে সেই কালি মূর্তিটার প্রথম পুজো শুরু করেন।

advertisement

আরও পড়ুন: ধনতেরসে সোনা কিনবেন! জানেন কি কোন গয়নায় কী সোনা ব্যবহার হয়

আজ তাকেই ধর্ম বুড়ি নামে বলে পুজিত হন। রাজা রামজীবন-ও ছিলেন প্রজাবৎসল।প্রজাদের মঙ্গল কামনায় তিনি ছাগ,মেষ ও মহিষ বলি দিতেন। কিন্তু কালের নিয়মে ভাগ হয়েছে রাজবংশ,বেড়েছে কালীর সংখ্যা। প্রথমে এই রাজপরিবার ‘রায় রাজপরিবার’ নামে পরিচিত থাকলেও রাজা রামজীবন রায় এর বংশধরেরা বিভিন্ন প্রজাবৎসল কাজ করবার জন্য ব্রিটিশদের থেকে ‘চৌধুরী’ উপাধি লাভ করেন, সেই থেকেই এই রাজপরিবার ‘রায়চৌধুরী রাজপরিবার’ নামে পরিচত।

advertisement

রাজা রামজীবন এর তিনটি প্রপৌত্র ছিল-রাজা দেবদত্ত রায়চৌধুরী, রাজা ইন্দ্রমণি রায়চৌধুরী এবং রাজা শ্যামসুন্দর রায়চৌধুরী, এদের রাজবংশ যথাক্রমে বড়পাঁচআনি,ছোটো পাঁচানি এবং ছয়ানি রাজপরিবার নামে পরিচিত।বড়পাঁচানিতে পাঁচটি কালী-ধর্ম/ষষ্ঠী,বেল,কুল,টুংগী এবং শ্যামরুপী। ছয়ানি রাজপরিবারের চারটি কালী- বড়মা,মঠ,নিম ও চাতর বুড়ি। ছোটোপাঁচানি রাজপরিবারে চারটি কালী-ধর্ম/ষষ্ঠী,মোল,আমড়া এবং বেল(এই বেল কালীটিতে শুধু ঘট পুজো করা হয়)।এখানে ধর্মকালী ও ষষ্ঠীকালীকে বড়পাঁচানি ও ছোটোপাঁচানি রাজপরিবার পালা করে চালায়। বেশিরভাগ কালীকেই ‘বুড়ি’ বলেই ডাকা হয়। এই গ্রামে কালীপুজোতে মেতে ওঠেন একরাত্রে সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদিয়ায় সান্তা ক্লজ 'ফিভার', বড়দিনে ঘর সাজানোর দারুণ দারুণ জিনিসের দাম শুরু ১৫ টাকা থেকে
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: এক গ্রামে একসঙ্গে ১২ টি কালী পুজো এড়োয়ালী পরিচিত কালীক্ষেত্র নামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল