অভিযোগ, সালিশি সভায় ডেকে এনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ১১ জন আহতের মধ্যে মহিলারাও আছেন। ৭ জনের গুরুতর আহত হন। তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বিবাদে মেটাতে শুক্রবার সন্ধেয় বাড়িতে সালিশিসভা ডাকে ভাই। সেখানে যেতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় দাদা ও তার পরিবারের সদস্যদের উপর। গ্রামবাসীরাই আহতদের উদ্ধার করে জামলতলা হাসপতালে নিয়ে যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে কলকাতায় পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমে বন্যপ্রাণীদের প্রাণ ওষ্ঠাগত, জঙ্গলে বাড়ল কৃত্রিম জলাশয়
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গরানকাটি এলাকায়। অভিযোগ আরমান মল্লিকের সঙ্গে আমিনুদ্দিন মল্লিকের পারিবারিক গন্ডগোল হয়, সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। দুই পক্ষই কুলতলি থানায় অভিযোগ দায়ের করে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সুমন সাহা