বর্তমানে বর্ষার আগেই ধীরে ধীরে বাগান থেকে নামানো হচ্ছে বিভিন্ন প্রজাতির আম। হিমসাগর তো আছেই সঙ্গে কোহিতুর থেকে গোলাপখাস আম নামানো হচ্ছে। যা রওনা দিচ্ছে বিভিন্ন রাজ্যে। এবছর আমের ফলন ভালই হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন আমের বাগানে।
আরও পড়ুন: কাঁচাপাকাতে মিষ্টি, আমে গোলাপের সুগন্ধ! এই আম খেতে মুখিয়ে থাকে গোটা বাংলা থেকে দেশ-বিদেশ
advertisement
জেলা উদ্যানপালন উপ-অধিকতা বলেন, “এ বছর সেরকম ভাবে কালবৈশাখী ঝড় হয়নি। ফলে আম পড়ে গিয়ে নষ্ট হয়নি। তাছাড়া ছোট ছোট আম গাছে থাকার সময় ভালই বৃষ্টি হয়েছে। সে কারণে আমের ফলন অনেক বেড়েছে। গতবারের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি পরিমাণে আম হয়েছে জেলায়। প্রায় ২২ হাজার হেক্টর জমিতে এবছর প্রায় ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। গতবার মাত্র ৭০-৮০ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল। ফলে এবার আমের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদে উৎপাদিত হয়েছে ২০৮.৩৫ হাজার মেট্রিক টন আম। এই জেলাতেও সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে হিমসাগর আমের। ৭৪.৫৫ হাজার মেট্রিক টন হিমসাগরের ফলন হয়েছে মুর্শিদাবাদে। আম্রপালি আমের ফলন হয়েছে ২৪.৯৮ হাজার মেট্রিক টন। এছাড়াও এখানে ফজলি, বোম্বাই এবং লক্ষণভোগের মত জাতের ফলনও হয়েছে।
কৌশিক অধিকারী





