TRENDING:

Mango Garden: ল্যাংড়া থেকে সারেঙ্গা! কি না নেই, এক বাগানে ১০১ রকমের আম! জানেন কোথায় রয়েছে এমন আমবাগান

Last Updated:

Mango Garden: মুর্শিদাবাদে ভাগীরথী নদীর তীরে একটি আমবাগানে রয়েছে ১০১ টি রকমের গাছ। আর সেই বাগানেই রয়েছে প্রাচীন গাছ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: স্বাদ ও গন্ধের জন্য নবাবি তালুক মুর্শিবাদের আমের সুখ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও রয়েছে। মুর্শিদাবাদ জেলার আম বাগান বিখ্যাত। তবে ভাগীরথী নদীর তীরে একটি আমবাগানে রয়েছে ১০১ টি রকমের গাছ। আর সেই বাগানেই রয়েছে প্রাচীন গাছ। আম নামানোর পর সেই আম চলে যায় কলকাতা ও দিল্লিতে। লালবাগের এলাহিগঞ্জের মালি বাগানে আছে এই ১০১ প্রজাতির আম গাছ। যেখানে কোহিতুর, বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, সারেঙ্গা, বিমলি, বিরা, রানিপসন্দ, আনারস, আলফানসো, ফজলি, গোলাপখাস প্রভৃতি সর্বাধিক ১০১ প্রজাতির আম ফলার রেকর্ড রয়েছে এই বাগানে।
advertisement

বর্তমানে বর্ষার আগেই ধীরে ধীরে বাগান থেকে নামানো হচ্ছে বিভিন্ন প্রজাতির আম। হিমসাগর তো আছেই সঙ্গে কোহিতুর থেকে গোলাপখাস আম নামানো হচ্ছে। যা রওনা দিচ্ছে বিভিন্ন রাজ্যে। এবছর আমের ফলন ভালই হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন আমের বাগানে।

আরও পড়ুন: কাঁচাপাকাতে মিষ্টি, আমে গোলাপের সুগন্ধ! এই আম খেতে মুখিয়ে থাকে গোটা বাংলা থেকে দেশ-বিদেশ

advertisement

জেলা উদ্যানপালন উপ-অধিকতা বলেন, “এ বছর সেরকম ভাবে কালবৈশাখী ঝড় হয়নি। ফলে আম পড়ে গিয়ে নষ্ট হয়নি। তাছাড়া ছোট ছোট আম গাছে থাকার সময় ভালই বৃষ্টি হয়েছে। সে কারণে আমের ফলন অনেক বেড়েছে। গতবারের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি পরিমাণে আম হয়েছে জেলায়। প্রায় ২২ হাজার হেক্টর জমিতে এবছর প্রায় ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন আম উৎপন্ন হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। গতবার মাত্র ৭০-৮০ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল। ফলে এবার আমের দাম কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মুর্শিদাবাদে উৎপাদিত হয়েছে ২০৮.৩৫ হাজার মেট্রিক টন আম। এই জেলাতেও সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে হিমসাগর আমের। ৭৪.৫৫ হাজার মেট্রিক টন হিমসাগরের ফলন হয়েছে মুর্শিদাবাদে। আম্রপালি আমের ফলন হয়েছে ২৪.৯৮ হাজার মেট্রিক টন। এছাড়াও এখানে ফজলি, বোম্বাই এবং লক্ষণভোগের মত জাতের ফলনও হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আরও কাছে এল ঘূর্ণিঝড় 'মন্থা', উত্তাল দিঘার সমুদ্র সৈকত, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Garden: ল্যাংড়া থেকে সারেঙ্গা! কি না নেই, এক বাগানে ১০১ রকমের আম! জানেন কোথায় রয়েছে এমন আমবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল