বছরের এই সময় আয়োজন করা হয় বিভিন্ন ধরনের মেলা। তেমনই একটি মেলা হল বারুণি মেলা। এই বারুণির মেলা করোনাকালে প্রায় দু’বছর বন্ধ ছিল। মেলা বন্ধ থাকার কারণে বারুণি মেলার আসতে পারেনি শুশুনিয়া তথা শুশুনিয়া সংলগ্ন অঞ্চলের মানুষরা। কিন্তু এবছর শুশুনিয়া পাহাড়ের পাদদেশে কালুর মাঠে আয়োজিত হয়েছে এই মেলা। জমা হয়েছেন হাজার হাজার মানুষ।
advertisement
আরও পড়ুন: বাংলার রহস্যময় এক মন্দির! প্রতিবছর সময় হলেই উঠে আসে জল থেকে, আঁকড়ে ধরে রয়েছে ইতিহাস
মেলা মানেই শুধু মিলন নয়, মেলা মানে সংস্কৃতির আদান-প্রদান, মেলা মানে একে অপরের খুশি ভাগ করে নেওয়া, মেলা মানে দু’হাত ভরে রোজগার করার সুযোগ। এবছর বারুণি মেলায় প্রায় ১০০০ এর উপর স্টল বসেছে। শুশুনিয়া ছাড়াও বাঁকুড়ার বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসেছেন এই মেলায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিভিন্ন রকমের নাগরদোলা, রকমারি খাবার স্টল নিয়ে সেজে উঠেছে এই মেলা। সঙ্গে আছে ডোম অফ ডেথ থেকে শুরু করে ঘরোয়া তাল পাতার ভেঁপু। আর এই বারুণি মেলার এবার মূল আকর্ষণই হল পাহাড়ের তলার এই মেলা। পাহাড়ি মনোরম এলাকা, এই এলাকায় মেলা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা
নীলাঞ্জন ব্যানার্জী





