TRENDING:

মোদির হাতিয়ারে ইছাপুরের ছোঁয়া, এবার চাপে পড়তে চলেছে আমেরিকা

Last Updated:

ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি এর আগে সফলভাবে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন এরিয়াল ফোর্জড বোমার খোল তৈরি করেছে। এবার শুরু হয়েছে ১০০০ কেজি ক্ষমতাসম্পন্ন বোমার খোল তৈরির ট্রায়াল রান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইছাপুর, উত্তর ২৪ পরগণা, শুভজিৎ সরকার: আমেরিকাকে টেক্কা দিতে চলা বাঙ্কার বাস্টার বোমায় থাকছে বাংলার ছোঁয়া। আত্মনির্ভর ভারতের নজির ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে। কলকাতার নাকের ডগায় তৈরি হচ্ছে ১০০০ কেজি ক্ষমতাসম্পন্ন এরিয়াল ফোর্জড বোমার খোল। যে বোমার হাত ধরে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে বিশাল পরিবর্তন আনার পরিকল্পনা করেছে নয়া দিল্লি।
advertisement

সদ্য হয়ে যাওয়া ইরান-ইজরায়েল যুদ্ধের হাত ধরে এই বাঙ্কার বাস্টার বোমা আলোচনার শিরোনামে উঠে আসে। ইরানের ৬ টি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা করেছিল। সেই হামলায় এই বিশেষ ধরনের বোমা ব্যবহৃত হয়েছে বলে শোনা গিয়েছে। বাঙ্কার বাস্টার বোমার বৈশিষ্ট্য হল, মাটির অনেক নিচে থাকা অতি সুরক্ষিত বাঙ্কার পর্যন্ত এই বোমার ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এই বিশেষ ধরনের বোমা পৃথিবীতে মাত্র কয়েকটি দেশের হাতে আছে। তবে ভারতের পক্ষে সবচেয়ে আনন্দের খবর হল, পাকিস্তানের হাতে এই বোমা নেই। ফলে এই বোমা তৈরি হয়ে গেলেই দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে আরও অনেকটা এগিয়ে যাবে ভারত।

advertisement

আরও পড়ুন: খেলার সময় ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ির সানশেড! মুহূর্তে শেষ দুই শিশুর প্রাণ

ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি এর আগে সফলভাবে ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন এরিয়াল ফোর্জড বোমার খোল তৈরি করেছে। এবার শুরু হয়েছে ১০০০ কেজি ক্ষমতাসম্পন্ন বোমার খোল তৈরির ট্রায়াল রান। এই মুহূর্তে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ, যেমন আমেরিকা ও ইউরোপের কিছু উন্নত রাষ্ট্র কেবলমাত্র এই বোমার খোল উৎপাদন করতে সক্ষম।

advertisement

View More

ভারতের এই সাফল্য শুধু দেশের বিশাল প্রতিরক্ষা চাহিদা পূরণেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শক্ত অবস্থান এনে দেবে। ভবিষ্যতে বিভিন্ন দেশ থেকে বড় আকারে বরাত আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি আয়ত্ত করা ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার পথে একটি বড় মাইলফলক। আন্তর্জাতিক চাপ ও হুমকি সত্ত্বেও ভারত প্রতিদিন নিজের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে। যা দেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোদির হাতিয়ারে ইছাপুরের ছোঁয়া, এবার চাপে পড়তে চলেছে আমেরিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল