নদীর মধ্যে থাকা ইলেকট্রিক টাওয়ারে ধাক্কা মেরেই জাহাজটি নদীতে ডুবে যায়। সাগর থানার কচুবেরিয়া ঘাটে ডিউটিরত পুলিশ কর্মীরা ঘটনাটি দেখা মাত্রই একটি ট্রলারে চেপে নদীবক্ষে রওনা দেন। এরপর ডুবন্ত জাহাজের কাছে পৌঁছে জীবনের ঝুঁকি নিয়ে একে একে ১০ জন নাবিককে উদ্ধার করে। নাবিকদের উদ্ধারের পরপরই জাহাজটি নদীর মাঝারেই ডুবে যায়।এরপর জাহাজের নাবিকদের কচুবেরিয়া থেকে সাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর গঙ্গাসাগর কোয়ারেন্টাইন সেন্টারে তাদের নিয়ে গিয়ে রাখা হয়েছে। করোনার কারণে বহিরাগতদের ব্যাপারে অতি সতর্ক রয়েছে স্বাস্থ্য দফতর। তারমধ্যেই ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার হওয়া ১০ জন নাবিকই বিদেশী নাগরিক হওয়ার জন্য সতর্কতা হিসেবে বাড়তি নজর দিয়েছে সাগরদ্বীপের পুলিশ প্রশাসন।
advertisement
SUJIT BHOWMIK
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2020 12:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদীতে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের ১০ নাবিক উদ্ধার ! রাখা হল কোয়ারেন্টাইন সেন্টারে !