দীর্ঘ গরমের ছুটির পর আজই স্কুল খুলেছে। আর আজই মঙ্গলকোটের নতুনহাট গার্লস স্কুলে ঘটল বিপত্তি। জানা গিয়েছে, এ দিন স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়ারা স্কুল চত্বরে মধ্যেই থাকা এক অজানা গাছের ফল বাদাম মনে করে খেয়ে নেয়। তারপরেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুনঃ কোটি কোটি টাকা দাম, বারাসত থেকে উদ্ধার নিষিদ্ধ ‘এই’ দ্রব্য! ছবি না দেখলে বড় মিস করবেন
advertisement
অভিভাবকরা জানান, মেয়েরা স্কুল থেকে বাড়ি গিয়ে বলতে শুরু করে গলা খুশ খুশ করছে। পরক্ষণেই বমি শুরু হয়ে যায়। আমরা ভয় পেয়ে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যাই। নতুনহাট গ্রামের ১০ জনের বেশি ছাত্রী এই ফল খেয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। সকলেই একসঙ্গে ফলটি খেয়েছিল।
আরও এক অভিভাবক বলেন, স্কুল প্রাঙ্গণে একটি অজানা ফলের গাছে কালো কালো বেশ কিছু ফল ধরে ছিল, স্কুলে গিয়ে ওরা ওই গাছের ফল পেড়ে খায়। বাড়ি ফিরে গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সকলেই মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তবে কী ফল খেয়ে এই কাণ্ড, তা এখনও জানা যায়নি।
Ranadeb Mukherjee