TRENDING:

South 24 Parganas: জয়নগরে বিদ্যুতের তার ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১ এবং আহত ৪

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: হাই ভোল্টের ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ায় দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার জয়নগর দুই ব্লকের চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের চিন্তাহরণ বাবুর চকে মৃত্যু হল এক গ্রামবাসীর এবং ৪ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে।
এখানেই মৃত্যু হয় সুদর্শন সর্দারের 
এখানেই মৃত্যু হয় সুদর্শন সর্দারের 
advertisement

কুলতলী বিধানসভার চুপড়িঝাড়া অঞ্চলের চিন্তাহরণ বাবুর চক গ্রামের মানুষজন এদিন চা খাওয়ার জন্য পাড়ার মোড়ে জড়ো হন। রাস্তার কোনায় থাকা বসে তাঁরা নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন। বেশ কিছু মানুষ চা খাওয়ার জন্য দাঁড়িয়েও ছিলেন। এমনই সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের উপরে। সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ছটফট করতে থাকেন, ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। উপস্থিত আরও ৪ জন গুরুতর জখম হন। প্রতিবেশীরা তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসেন জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে। আহত ব্যক্তিদের দেখতে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে আসেন কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ ল এবং কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সুদর্শন সর্দার এবং আহত ৪ ব্যক্তির নাম নব হালদার, জয়নাল সর্দার, মনোরঞ্জন হালদার এবং যামিনী নস্কর। জয়নাল সরদারের অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কুলতলী ব্লক সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডলের অভিযোগ বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: জয়নগরে বিদ্যুতের তার ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১ এবং আহত ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল