ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর গত ১৫ ই জুন গভীর সমুদ্রের দিকে পারি দেয় প্রায় ৩০০০ ট্রলার। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বেশ কয়েটি ট্রলার দূর্ঘটনার সম্মুখীন হয়। দূর্ঘটনার কারণ হিসাবে উঠে আসে সমুদ্র উত্তাল হওয়ার কথা।
সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করেছে বলে খবর। আর যার জেরে যথেষ্ট আতঙ্কিত মৎসজীবীরা। তার উপর ড্যাট মেশিন খারাপ থাকায় মৎসজীবীরা বিপদসংকেত পাঠাতে পারছেননা। আর যার জেরে বাধ্য হয়ে উপকূলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মৎসজীবীরা।
advertisement
আরও পড়ুন - বর্ষাকাল দরজায়, সাগরে কংক্রিটের নদীবাঁধে ধস নামায় আতঙ্কিত স্থানীয় গ্রামবাসীরা
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা সহ একাধিক মৎসবন্দরে ট্রলারগুলি গভীর সমুদ্র থেকে ফিরে এসেছে। ফলে মাছ ব্যবসায়ে বিপুল ক্ষতির সম্ভাবনা দেখছেন মৎসজীবীরা। গত ৩ বছর ধরে মাছ কম পরিমাণে পাওয়া যাচ্ছে। এবছর মরশুমের শুরুতেই এভাবে খালি হাতে ফিরে আসায় ফিরে আসায় মৎসজীবীরা সিঁদুরে মেঘ দেখছেন।
এ নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার আ্যসোসিয়াশানের সম্পাদক বিজন মাইতি জানান ট্রলারগুলি আবহাওয়া খারাপ থাকার কারণে ফিরতে শুরু করেছে। এখনও পর্যন্ত ইলিশ ধরার যে জাল তা সব ট্রলার ফেলতে পারেনি। খুব কম পরিমাণে মাছ এসেছে। এখন দেখার আগামীতে কি ঘটনা ঘটে। ৩ বছর কম পরিমাণে মাছ পাওয়া গিয়েছে। এবছর ও তেমন হলে প্রবল ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।
নবাব মল্লিক