TRENDING:

South 24 Paraganas News: আবহাওয়া খারাপ ও উত্তাল সমুদ্র, গভীর সমুদ্র থেকে খালি হাতে ফিরছে মৎসজীবীরা

Last Updated:

আবহাওয়া খারাপ ও সমুদ্র উত্তাল থাকার জেরে গভীর সমুদ্র থেকে খালি হাতে ফিরতে হচ্ছে মৎসজীবীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: বর্ষার আগমনে উত্তাল সমুদ্র, রয়েছে ভরা কোটাল, ক্রমেই খারাপ হচ্ছে আবহাওয়া। আর যার জেরে সমুদ্র থেকে খালি হাতে ফিরতে হচ্ছে মৎসজীবীদের। যার জেরে ক্ষতির মুখে ট্রলারমালিকরা।
advertisement

ব‍্যান পিরিয়ড উঠে যাওয়ার পর গত ১৫ ই জুন গভীর সমুদ্রের দিকে পারি দেয় প্রায় ৩০০০ ট্রলার। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বেশ কয়েটি ট্রলার দূর্ঘটনার সম্মুখীন হয়। দূর্ঘটনার কারণ হিসাবে উঠে আসে সমুদ্র উত্তাল হওয়ার কথা।

সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করেছে বলে খবর। আর যার জেরে যথেষ্ট আতঙ্কিত মৎসজীবীরা। তার উপর ড‍্যাট মেশিন খারাপ থাকায় মৎসজীবীরা বিপদসংকেত পাঠাতে পারছেননা। আর যার জেরে বাধ‍্য হয়ে উপকূলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন মৎসজীবীরা।

advertisement

আরও পড়ুন - বর্ষাকাল দরজায়, সাগরে কংক্রিটের নদীবাঁধে ধস নামায় আতঙ্কিত স্থানীয় গ্রামবাসীরা

View More

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা সহ একাধিক মৎসবন্দরে ট্রলারগুলি গভীর সমুদ্র থেকে ফিরে এসেছে। ফলে মাছ ব‍্যবসায়ে বিপুল ক্ষতির সম্ভাবনা দেখছেন মৎসজীবীরা। গত ৩ বছর ধরে মাছ কম পরিমাণে পাওয়া যাচ্ছে। এবছর মরশুমের শুরুতেই এভাবে খালি হাতে ফিরে আসায় ফিরে আসায় মৎসজীবীরা সিঁদুরে মেঘ দেখছেন।

advertisement

এ নিয়ে কাকদ্বীপ ফিশারম‍্যান ওয়েলফেয়ার আ্যসোসিয়াশানের সম্পাদক বিজন মাইতি জানান ট্রলারগুলি আবহাওয়া খারাপ থাকার কারণে ফিরতে শুরু করেছে। এখনও পর্যন্ত ইলিশ ধরার যে জাল তা সব ট্রলার ফেলতে পারেনি। খুব কম পরিমাণে মাছ এসেছে। এখন দেখার আগামীতে কি ঘটনা ঘটে। ৩ বছর কম পরিমাণে মাছ পাওয়া গিয়েছে। এবছর ও তেমন হলে প্রবল ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: আবহাওয়া খারাপ ও উত্তাল সমুদ্র, গভীর সমুদ্র থেকে খালি হাতে ফিরছে মৎসজীবীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল